ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

পূর্বাচলে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

দেশে প্রথম পোষাপ্রাণীর হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশিত: ০৫:১৫, ২৯ অক্টোবর ২০১৮

  দেশে প্রথম পোষাপ্রাণীর হাসপাতালের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ যাত্রা শুরু করল দেশের প্রথম পেট হসপিটাল। পেট বা পোষাপ্রাণীর জন্য আধুনিক চিকিৎসা ও ভেটেরিনারি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য সামনে রেখে ঢাকার পূর্বাচলে প্রতিষ্ঠিত হলো ‘টিচিং এ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল এ্যান্ড রিসার্চ সেন্টার।’ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে ২২ কাঠা জমির ওপর গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এ প্রতিষ্ঠান। রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন। শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, পোষাপ্রাণী চিকিৎসা সেবা প্রদানে এটি দেশে প্রথম হাসপাতাল। বিদেশে দক্ষ জনশক্তি রফতানিতেও এটি নতুন সুযোগ সৃষ্টি করবে এমন আশা ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, এখানে ইন্টার্ন ও স্নাতকোত্তর ভেটেরিনারি চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। এ হাসপাতালে খরগোশ, কুকুর-বিড়াল এবং বিভিন্ন ধরনের পোষা পাখির চিকিৎসা দেয়া হবে এবং পেটের বিভিন্ন রোগ নিয়েও গবেষণার সুযোগ থাকবে। তিনি বলেন, বাংলাদেশে বিশাল সংখ্যায় পোষাপ্রাণী রয়েছে। এগুলোর চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তাদের চিকিৎসা দেয়ার জন্য কোন হাসপাতাল ছিল না। এখানে এর চাহিদা রয়েছে। এ হাসপাতালে পোষাপ্রাণীর চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতমবুদ্ধ দাশ বক্তব্য রাখেন। জানা গেছে, এখানে ৩শ’ টাকা নিবন্ধনের মাধ্যমে দেয়া হবে কুকুরের চিকিৎসা। বিড়ালের জন্য গুনতে হবে ২শ’ টাকা। আর বিভিন্ন প্রজাতির পাখির জন্য খরচ করতে হবে ১শ’ টাকা। এ ছাড়াও কোন প্রাণীর হাড় ভেঙে গেলে নির্ণয়ের জন্য রয়েছে এক্সরে, পেটের সমস্যা বের করার জন্য রয়েছে আল্ট্রাসনোগ্রাম। এর জন্য পোষাপ্রাণীর মালিকদের গুনতে হবে ৫শ’ টাকা করে। বর্তমান অবকাঠামোর পাশাপাশি এখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে এবং ওই ভবনে পোষাপ্রাণীর চিকিৎসাসেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা, যেমন মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনি এ্যান্ড অবস্টেট্রিক্স ইউনিট, অর্থোপেডিক্স ইউনিট, রেডিওলজি এ্যান্ড ইমেজিং ইউনিট এবং ভ্যাকসিনেশন ইউনিট থাকবে। ইতোমধ্যে এখানে ডিজিটাল এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন, মাইক্রোস্কোপসহ আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। ঢাকার ডিপ্লোম্যাটিক জোনের অধিবাসীদের পোষাপ্রাণী রাখার জন্য এখানে থাকবে বিশেষ কেয়ার ইউনিট। এ হাসপাতালে থাকবে ইনডোর ও আউটডোর চিকিৎসাসেবা। আইসিইউ ছাড়াও অস্ত্রোপচারের পর পোষাপ্রাণী রাখার জন্য থাকবে ২০ জেনারেল বেডও। এখানে চাইলে যে কেউ তাদের পোষাপ্রাণী নির্দিষ্ট সময়ের জন্য লালন-পালনের জন্য রেখে যেতে পারবেন। এর জন্য পোষাপ্রেমীদের গুনতে হবে প্রতিদিন ২০ ডলার করে।

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
স্কটল্যান্ড পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা