ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সহকর্মীর ছুরির আঘাতে চালক নিহত

প্রকাশিত: ০৪:৪১, ২৯ অক্টোবর ২০১৭

না’গঞ্জে সহকর্মীর ছুরির আঘাতে চালক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে বাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সাগর মিয়া (৩৫) নামে এক বালুর ট্রলি চালক সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক সুমন মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালারচর ব্রিজ এলাকায়। জানা গেছে, শনিবার সকাল ৯টায় চালারচর ব্রিজের সামনে বালুর ট্রলি (পাওয়ার টিলার) চালক সাগর মিয়া ও সুমন মিয়ার মধ্যে বাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সুমন মিয়া দৌড়ে তার বাসা থেকে একটি ছুরি নিয়ে এসে সাগরের বুকে আঘাত করে। এ ঘটনায় সাগর মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল জানান, ফুসফুসে আঘাতপ্রাপ্ত হয়ে প্রচ- রক্তক্ষরণ হয়। এতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাগুরায় যুবক খুন নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শামীম হোসেন (৩২) নামে এক যুবক খুন হয়েছে। সে নবাব আলীর ছেলে । জানা গেছে, জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শামীম হোসেন তার গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে গেলে প্রতিপক্ষ মনিরুল বাধা দেয় । এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শামীমের শরীরে ধারালো অস্ত্র দিয়ে মনিরুল কোপ দিলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে তার মৃত্যু ঘটে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!