স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ টাকার বিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও ডিগ্রী পরীক্ষার ইংরেজী বিষয় উত্তরপত্র (খাতা) বদলিয়ে পাস করে দেয়া চক্রের গ্রেফতার তিন প্রতারককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহাম্মদ শাহারিয়ার কবিরের আদালতে ডিবি পুলিশ তিন প্রতারককে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালতে উভয়পক্ষে শুনানি শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের জালাসীপাড়ার একটি ছাত্রাবাস থেকে ইংরেজী বিষয়ের খাতা বদল করে পাস করে দেয়ার নামে টাকা লেনদেনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মনির হোসেন, মধু রায় এবং ওইদিন গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনুপর ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান মহানুল হক সরকারকে গ্রেফতার করে।
শীর্ষ সংবাদ: