ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে খালে ডুবে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৮, ১২ জুন ২০১৭

সুনামগঞ্জে খালে ডুবে ২ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১১ জুন ॥ সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ীর এক কিশোর এবং এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার বিকেলে শহরের বাওনের বিলে গরু আনতে গিয়ে বাওনেরখাড়া পার হবার সময় এরা নিখোঁজ হয়। রবিবার দুপুরে সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা বাওনেরখাড়া থেকে এই দু’জনের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজবাড়ীর শাহিদ আলীর ছেলে রুবেল মিয়া (১৮) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় দাস (১০) বাওনের বিল থেকে গরু আনতে যায়। বাওনেরখাড়া নামের খাল পার হয়ে যাওয়ার সময় প্রথমে শিশু হৃদয় পানিতে ডুবে যায়। হৃদয়কে বাঁচাতে গিয়ে রুবেল এগিয়ে গেলে দুজনেই নিখাঁজ হয়ে পড়ে। সন্ধ্যায় গরু বাড়িতে আসার পর রুবেল ও হৃদয়ের খোঁজাখুঁজি শুরু হয়। রবিবার সকাল ১০ টায় ঘটনাস্থলে হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা রুবেলের লাশ উদ্ধার করে। মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, সিরাজদিখানে পানিতে ডুবে বিধান আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুমুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির লোকের চোখের আড়ালে বিধান খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে বিধানের লাশ উদ্ধার করা হয়। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটে পানিতে ডুবে অহিদুজ্জামান নামের আড়াই বছরের এক শিশু পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে লখপুর ইউনিয়নের রাধা বলবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি এ গ্রামের আলাউদ্দিন শেখের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সে হাঁস তাড়া করতে গিয়ে সকলের অলখ্যে পার্শ্ববর্তী গর্তে পানিতে পড়ে মারা যায়। ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ চালু নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১১ জুন ॥ লাউয়াছড়া সংরক্ষিত বনের ভেতর রেললাইনের ওপর ভেঙ্গে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। এতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার ফয়জুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে আখাউড়া থেকে আসা ডেমু ট্রেনটি লাউয়াছড়া এলাকা অতিক্রম করার সময় রেল লাইনের ওপর গাছ পড়ে গেলে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও তার সঙ্গের একটি বগি লাইন চ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে রাত ২টার দিকে কুলাউড়া ও আখাউড়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ করে। ফের উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বলাইখা, গোলাকান্দাইল ও ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে থাকা অবৈধ ফুটপাত ফের উচ্ছেদ করা হয়েছে। ভুলতা ফাঁড়ির পক্ষ থেকে রবিবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গত ৪ জুন জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ, সওজের ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র ও টিআই মাহবুব শাহর উপস্থিতিতে অবৈধ ফুটপাথ উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের পর আবারও ভুলতা ফ্লাইওভারের আশপাশের জায়গাগুলোর ফুটপাথ দখল করে দোকানপাট বসানো হয়েছে। ফুটপাথ দখল করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঘটছে নিত্ত্যমৈত্তিক দুর্ঘটনা।
×