ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:২৬, ৩১ মার্চ ২০১৭

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ মার্চ ॥ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের বীরমাতা মালেকা বেগমকে ভোলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। ভোলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবদুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুস, প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বীরমাতা মালেকা বেগমকে প্রথমে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাকে একটি ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী ও তার চিকিৎসার জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। সোনারগাঁয়ে হত্যার দায়ে চার জনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলায় মুসারচর এলাকার আলোচিত মনির হোসেন হত্যা মামলার রায়ে চার জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির দ-প্রাপ্তরা হলেনÑ আতাউল হামিদ পরাগ ওরফে সোহরাওয়ার্দী (৩৭), আলমগীর হোসেন (৩৬), ইরশাদ হোসেন ভুট্টু (৩৮) ও রতন ইবনে মাসুদ (৩৪)। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেনÑ গোলজার হোসেন (৩৫) ও মোঃ শাহীন (৩৪)। রায় ঘোষণার সময় ফাঁসির দ-প্রাপ্ত আসামি রতন ইবনে মাসুদ পলাতক ছিল। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাঃ কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। জামালপুরে যুবক নিজস্ব সংবাদদাতা, জামালপুর থেকে জানান, মেলান্দহ উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের ছাত্রী মমতাজ বেগম মিমি হত্যা মামলার রায়ে আদালত একমাত্র আসামি মাহমুদুল হাসানকে মৃত্যুদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান বৃহস্পতিবার আদালতে এ রায় দেন।
×