ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশা

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:১৩, ২৬ ডিসেম্বর ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি  নৌরুটে ৬ ঘণ্টা  ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, ম্ন্সুীগঞ্জ ॥ ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে ৬টি ফেরি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দেখা দেয় বিশাল যানজট। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, শনিবার রাত ২টা থেকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এ সময় নৌপথে বয়াবাতি ও মার্কার নজরে না পড়ায় বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা ৬টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। রবিবার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে ফেরে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দেখা দেয় যানজট। এতে মাঝ পদ্মায় আটকে পড়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
×