ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টারের কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৪:১৭, ২৯ নভেম্বর ২০১৬

সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টারের কার্যক্রম শুরু

ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সোমবার থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টার অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য, অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী সংযোজন, যার মাধ্যমে ব্লাড ক্যান্সারসহ অন্যান্য জটিল রক্তরোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব। প্রতি বছর বাংলাদেশ হতে বিপুল সংখ্যক রোগী এই উন্নত চিকিৎসা সুবিধার জন্য বিদেশে গমন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ মে আনুষ্ঠানিকভাবে ঢাকা সিএমএইচে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার উদ্বোধন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এসএম মতিউর রহমান ও ডাইরেক্টর জেনারেল মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল এসএম মোতাহার হোসেনের সার্বিক সহযোগিতায় সেন্টারটি তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে সেনাবাহিনীর মেডিক্যাল কোরের ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আবু ইউসুফ, কর্নেল হক মাহফুজ, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোসলেহ উদ্দিন ও লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোস্তাফিল করিমসহ ঢাকা সিএমএইচের সুদক্ষ রক্তরোগ বিশেষজ্ঞ পর্ষদের তত্ত্বাবধানে ঢাকা সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র (ইগঞ) চালু করা হয়েছে যা দেশের ব্লাড ক্যান্সার তথা রক্তরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত করেছে। -আইএসপিআর মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম স্বাস্ত্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে বিজয়ের মাস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মা মহিলাদের জন্য সূচনায় স্তন ক্যান্সার শনাক্তকরণের লক্ষ্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম হাতে নিয়েছে। প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে এই চেকআপ করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম হাসপাতাল ভবনের নিচতলায় এই কার্যক্রম পরিচালনা করবেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন ইনভেস্টিগেশন (ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, এফএনএসি) সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা থাকবে। আগ্রহী মহিলাদেরকে উক্ত সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা : কক্ষ নয় ১২৭, ব্লক-সি (হাসপাতাল ভবন), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, টিবি গেট, মহাখালী, ঢাকা-১২১২, ফোন : ৮৮২৬১৬২, ৮৮২৬১৬৪, ই-মেইল : [email protected] -বিজ্ঞপ্তি
×