ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাথ জুয়েলার্সের টাকা ও অলংকার ফেরত দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ০০:১৭, ২৮ জানুয়ারি ২০১৬

নাথ জুয়েলার্সের টাকা ও অলংকার ফেরত দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ জব্দ ১০৪ কেজি স্বর্ণালংকার নাথ জুয়েলার্সের সত্ত্বাধিকারীদের কাছে হস্তান্তর করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্র্ট। একই সঙ্গে চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিবর্তে জব্দ ওই স্বর্ণালংকার বণ্টন করবে নাথ জুয়েলার্সের উত্তরাধিকারীরা। আপীলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ খারিজ করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপীল বিভাগের বেঞ্চ। দীর্ঘ আইনি লড়াই শেষে পাওয়া আপীল বিভাগের এই রায়ের ফলে ২৩৪ জন বন্ধকদাতাকে লেজার বুক (হাল খাতা), মর্গেজ রেজিস্ট্রার ও জব্দ তালিকা অনুযায়ী লাভ-লোকসানের হিসাব-নিকাশ করে জব্দ ওই স্বর্ণালংকার, রৌপ্য, পাথর ও ২৫ লাখ টাকা বন্ধকদাতাদের মধ্যে বণ্টন করতে হবে বলে জানান নাথ জুয়েলার্সের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ২০০৪ সালের ১১ আগস্ট চট্টগ্রাম জেলা টাস্কফোর্স নাথ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে ১০৪ কেজি স্বর্ণ, সাড়ে ৩ কেজি রৌপ্য ও প্রায় ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন নগরীর কোতয়ালি থানায় নাথ জুয়েলার্সের মালিক রামকৃঞ্চ নাথকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়।
×