ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ-ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড সমঝোতা চুক্তি সই

প্রকাশিত: ০৬:১৩, ২৯ জুলাই ২০১৫

নর্থ সাউথ-ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড সমঝোতা চুক্তি সই

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্রর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে রবিবার। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আমিন সরকার এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্রের এফিলিয়েটেড প্রফেসর আনোয়ার হক নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়দ্বয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী পর্যায়ে বৃত্তি, গবেষণা কার্যক্রম, বিশেষজ্ঞ শিক্ষক বিনিময় ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত। চুক্তি স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাসেম। বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। স্বাগত বক্তব্য রাখেন এনএসইউ এক্সটারনাল এ্যাফেয়ারসের পরিচালক প্রফেসর মিজান আর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব হেল্থ এ্যান্ড লাইফ সায়েন্সের ডীন প্রফেসর জিইউ আহসান। বিশেষ অতিথি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্রের এফিলিয়েটেড প্রফেসর আনোয়ার হক বলেন, ‘উচ্চ শিক্ষার পথিকৃৎ নর্থ সাউথ ইউনিভার্সিটি কেবল দেশেই নয় দক্ষিণ এশিয়ায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি বিশ্বায়নের পথে এগিয়ে যাচ্ছে এবং এমএ কাসেমের মত একজন শিক্ষানুরাগী এ যাত্রাকে কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যাবেন বলে আমি আশা করি।’ প্রধান অতিথির বক্তব্যে এনএসইউ চেয়ারম্যান এম এ কাসেম বলেন, ‘সিঙ্গাপুর, ল-ন কিংবা নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটিতে গিয়ে বাংলাদেশে বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার অগ্রদূত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশংসা শুনতে পাই, কিন্তু আমাদের অনেকেই দ্বিধাগ্রস্ত হই নিজেদের অর্জনগুলোকে স্বীকৃতি বা প্রেরণা দেয়ার ব্যাপারে।’ -বিজ্ঞপ্তি
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!