ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিযানের খবরে পালালেন চার্জার ফ্যান ব্যবসায়ীরা

প্রকাশিত: ২০:৫৬, ৮ জুন ২০২৩

অভিযানের খবরে পালালেন চার্জার ফ্যান ব্যবসায়ীরা

চার্জার ফ্যান

বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে রাজধানীর নবাবপুরে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে- ন্যাশনাল ফ্যান হাউজ ও মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স। আমদানিকারক এসব প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) অভিযান চালানো হয়েছে। অভিযান চালানোর খবরে চার্জার ফ্যান বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। কেউ কেউ চার্জার ফ্যান সরিয়ে ফেলেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার বলেন, ১১ ফেব্রুয়ারিতে আমদানিকারক যে ফ্যান ২৪০০ টাকায় বিক্রি করেছেন, সে চার্জার ফ্যান ৪ জুন সাড়ে ৬ হাজারে বিক্রি করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। আকস্মিকভাবে বাজারে অভিযান পরিচালনা করা হবে। ভোক্তাদের কাছে এমন গলাকাটা দাম নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তিনটি টিম বাজার কার্যক্রম পরিচালনা করে। বায়তুল মোকাররম, স্টেডিয়াম মার্কেট এবং নবাবপুর মার্কেট এলাকায় এ অভিযানে চালানো হয়।

এসআর

×