ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কবিতা

প্রিয় জন্মভূমি

শারমিন নাহার ঝর্ণা

প্রকাশিত: ১৯:৪২, ১৬ মে ২০২৫

প্রিয় জন্মভূমি

প্রিয় জন্মভূমি
শারমিন নাহার ঝর্ণা

আমার প্রিয় জন্মভূমি
সোনার বাংলাদেশ,
পাহাড় নদী ঝর্ণাধারা
রূপের নেই তো শেষ।

মাঠে মাঠে পাকা ধানে
রূপের বাহার ছড়ায়,
ফড়িং নাচে ধানের শীষে
শান্তি নামে ধরায়।

কলমি লতা এঁকেবেঁকে
মাটির বুকে হাঁটে,
ফুলে ফুলে প্রজাপতির
মধুর সময় কাটে।

আমার প্রিয় জন্মভূমি
সবুজ দিয়ে ঘেরা,
আমার প্রিয় জন্মভূমি
আমার কাছে সেরা।


বিড়াল
হাফিজ মুহাম্মদ

হুলো বিড়াল চুপটি হয়ে
করছে ইঁদুর খোঁজ
একটু সাড়া দিয়ে ইঁদুর
পালিয়ে যায় রোজ।

চিন্তা করে হুলো বিড়াল
ইঁদুর কোথায় পাই
যাচ্ছে সময় গুনছি হিসাব
মাছের কাঁটা খাই।

সুযোগ বুঝে সৎ ব্যবহার
নিত্য বুনি ফাঁদÑ
ইঁদুর মশাই পড়লে ধরা
হবেই যে আহ্লাদ!

প্যানেল

×