ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কবিতা

এই দেশ শান্তির

আসলাম সানীর কবিতা

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ মে ২০২৫

এই দেশ শান্তির

আসলাম সানীর কবিতা
এই দেশ শান্তির

সূর্যের সাথে ওরা
খুব ভোরে ওঠে
বই-খাতা-ব্যাগ নিয়ে
ইশকুলে ছোটে-

এই হলো বাংলার
ছেলে-মেয়ে সব
হেসে-খেলে বড় হয়
করে গৌরব।

ওরা যেন বাগানের
বর্ণিল ফুল
কলকাকলিতে ভরা
পাখি নির্ভুল।

মাঠে মাঠে শস্য
ছড়ায় যে চাষী
তাদের মুখেতে ভরা
আহা কি যে হাসি

জেলে-তাঁতী সবে মিলে
গড়ে এই দেশ
জ্ঞানে-গুণে-স্বপ্নে
অপরূপ বেশ;
এই দেশে শান্তির
শুভ পরিবেশ॥


মাকে মনে পড়ে
গোলাম নবী পান্না

মাকে মনে পড়ে আমার
গাঁকে মনে পড়ে,
চোখের পাতায় মায়া-ছায়ার
দু’টো ছবি নড়ে।

মায়ের কাছে পৌঁছে মেলে
পরম সুখের মায়া,
গাঁয়ের পথে যেতে যেতে
মেলে শীতল ছায়া।

আগলে রাখেন মাও যেমন
স্নেহের পরশ দিয়ে
গাঁও তেমন গা জুড়াবে
হাওয়ার দোলা নিয়ে।


পাখির জীবন
বাবুল তালুকদার

আকাশ জুড়ে উড়ছে পাখি
ডানা দুটি মেলে
উড়ে উড়ে ডিগবাজি দেয়
আনন্দ পায় খেলে।

ঝড়-তুফানে যতই থাকুক
ভয় করে না কিছু
ঝাঁকে ঝাঁকে পাখে ওড়ে
থাকে পিছু পিছু।

প্রকৃতিও ঘিরে রাখে
ওদের ছায়া দিয়ে
বিলের ধারে নদীর পাড়ে
খাবার খোঁজে গিয়ে।

গাছের ডালে টিনের চালে
বানায় নিজের ঘর
মিলেমিশে থাকে ওরা
সারা জীবনভর।

রোদ-বৃষ্টি আলোর সাথে
মনের কথা কয়
সবুজ-শ্যামল বাংলাদেশে
ভয়কে করে জয়।

প্যানেল

×