ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কচি আম পাতার ভেষজ গুণাগুণ, রোগপ্রতিরোধে প্রাকৃতিক সহকারী

বদরুল ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বরগুনা

প্রকাশিত: ২১:১৫, ১০ জুলাই ২০২৫

কচি আম পাতার ভেষজ গুণাগুণ, রোগপ্রতিরোধে প্রাকৃতিক সহকারী

ছবি : বদরুল ইসলাম

আম পাতার ভেষজ গুণের কথা আমরা অনেকেই জানি না। বিশেষ করে কচি আম পাতা, যা গ্রীষ্মকালীন নতুন ডগায় গজায়, এতে রয়েছে নানা স্বাস্থ্যগুণ। যুগ যুগ ধরে আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় এই পাতার ব্যবহার হয়ে আসছে। চলুন জেনে নেই কচি আম পাতার গুণাগুণ, ব্যবহারের পদ্ধতি ও কিছু সাবধানতা।


কচি আম পাতার উপকারিতা:

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
কচি আম পাতায় রয়েছে ট্যানিনস ও অ্যান্টি-ডায়াবেটিক অ্যাসিড, যা রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ইনসুলিন উৎপাদন বাড়াতে সহায়তা করে।

২. হৃদরোগ প্রতিরোধে কার্যকর
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রক্তনালী পরিষ্কার রাখতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।

৩. দৃষ্টিশক্তি ও ত্বকের যত্নে উপকারী
এতে রয়েছে প্রচুর ভিটামিন ‘এ’ ও ‘সি’, যা চোখ ও ত্বকের জন্য ভালো। ত্বকের উজ্জ্বলতা ও মুখের দাগ দূর করতেও কাজ করে।

৪. শ্বাসতন্ত্রের সমস্যা উপশমে সহায়ক
হাঁপানি, কাশি কিংবা ঠাণ্ডার সমস্যা হলে কচি আমপাতা সিদ্ধ করে খেলে উপকার পাওয়া যায়।

৫. পাকস্থলীর স্বাস্থ্য রক্ষা করে
কচি পাতা হজমে সহায়ক, গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা কমায়।

ব্যবহারের পদ্ধতি:

১. চা হিসেবে:
কচি আমপাতা শুকিয়ে গুঁড়া করে দিনে ১-২ বার গরম পানিতে ভিজিয়ে চা হিসেবে পান করুন।

২. সিদ্ধ করে পান করা:
৪-৫টি কচি আমপাতা পানিতে সিদ্ধ করে ছেঁকে সকালে খালি পেটে খাওয়া যেতে পারে।

৩. গুঁড়ো করে মধুতে মিশিয়ে:
শুকনো পাতার গুঁড়ো ১ চা চামচ মধুতে মিশিয়ে খেলে ডায়াবেটিস, হজম ও ঠাণ্ডায় উপকার পাওয়া যায়।

কিছু সাবধানতা:

  • অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। দিনে ১–২ কাপ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন।
  • গর্ভবতী নারী ও শিশুরা ব্যবহারে সতর্ক থাকুন।
  • অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা হলে বন্ধ করুন।
  • পাতা সংগ্রহের সময় রাসায়নিকমুক্ত ও পরিচ্ছন্ন গাছ নির্বাচন করুন।

প্রাকৃতিক চিকিৎসায় কচি আমপাতা এক নির্ভরযোগ্য সহকারী। তবে যেকোনো ভেষজ উপাদান ব্যবহারে সচেতনতা ও সঠিক নিয়ম অনুসরণ করাই শ্রেয়। স্বাস্থ্য ভালো রাখার সহজ ও প্রাকৃতিক এক উপায় হতে পারে এই পাতার ব্যবহার।

নুসরাত

×