
ছবি: সংগৃহীত
হায়দরাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে ১৩ মে অনুষ্ঠিত হলো ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
এই আয়োজনে ভারতের প্রতিনিধিত্বকারী ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩, নন্দিনী গুপ্তা ঐতিহ্যবাহী পোশাকে সবার নজর কাড়েন।
গৌরাঙ্গ শাহর হাতে গড়া ঐতিহ্যবাহী পোশাকে নন্দিনীর অনন্য উপস্থিতি।
পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার গৌরাঙ্গ শাহ-এর নকশা করা একটি অত্যন্ত সূক্ষ্ম ও নান্দনিক পোশাকে হাজির হন নন্দিনী। এই পোশাক তৈরি করতে লেগেছে দীর্ঘ তিন বছর। এতে ব্যবহার করা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের বিখ্যাত জামদানি বুনন, যা ভারতের বুননশিল্পের ঐতিহ্য বহন করে।
নন্দিনীর পরিধানে ফুটে ওঠে দুটি বিশেষ টেক্সটাইল ধারা- জটিল জামদানি কারুকাজ এবং প্রতীকী বাঙ্গড়ি মোর (চুড়ি পরা ময়ূর) মোটিফ। তার এই পোশাক কেবল একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সংস্কৃতির প্রতি এক গভীর শ্রদ্ধার প্রকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে তার এই মনোমুগ্ধকর উপস্থিতি ভারতীয় ঐতিহ্য, শিল্প এবং কারুশিল্পের গৌরবকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।
সূত্র: https://shorturl.at/kAlAj
মিরাজ খান