ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৯:৩১, ১৪ মে ২০২৫

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউটে এ ক্রীড়া উৎসব হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪—২৫ এর আওতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ উৎসবের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় ছিল নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।

দৌড়, ফুল কুড়ানো, পিলো পাসিং এবং বল নিক্ষেপসহ মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা শেষে ১ম, ২য়, ৩য় ভিত্তিতে পুরস্কার দেয়া হয় এবং অবশিষ্ট সকলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ শিশুরা আমাদের সমাজেরই অংশ এবং এই ধরনের প্রতিযোগিতামূলক আনন্দ উৎসব তাদের মন ও মননকে আরো উজ্জীবিত করবে।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকারসহ শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজু

×