ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

ডেমরায় ভাড়াটিয়ার স্ত্রীর শ্লীলতাহানি, বাড়িওয়ালা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ১৯:২৬, ১৪ মে ২০২৫

ডেমরায় ভাড়াটিয়ার স্ত্রীর শ্লীলতাহানি, বাড়িওয়ালা গ্রেফতার

রাজধানীর ডেমরায় ভাড়াটিয়ার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাসুদ ভূঁইয়া (৩৮) নামের এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ডগাইর নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. শামীম মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মাসুদ ভূঁইয়া ডগাইর নতুনপাড়া, কালু ভূঁইয়া রোড এলাকার মৃত অহিদ উল্ল্যাহ ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগীর বরাতে জানা যায়, মো. শামীম গত আট মাস ধরে মাসুদ ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা। বাড়িওয়ালা মাসুদ ভূঁইয়ার সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে, যার ফলে মাসুদ প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। গত ২২ এপ্রিল দুপুরে শামীম বাজারে গেলে, এই সুযোগে মাসুদ তার বাসায় প্রবেশ করে শামীমের স্ত্রীর ওপর অশালীন আচরণ করে এবং তার পড়নের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। ভুক্তভোগীর স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং শামীমও দ্রুত বাসায় ফিরে আসে। তখন মাসুদ তাকে এলোপাতাড়ি মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত মাসুদ ভূঁইয়াকে দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

রাজু

×