ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় শ্রমিক ছাউনি আবাসস্থলে হামলা তান্ডব ভাংচুর অগ্নিসংযোগ

বিএনপি যুবদল ছাত্রদলের ২১ নেতাকর্মীসহ অজ্ঞাত ৮০ জনের নামে মামলা 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩৫, ১৪ মে ২০২৫; আপডেট: ১৯:৫৩, ১৪ মে ২০২৫

বিএনপি যুবদল ছাত্রদলের ২১ নেতাকর্মীসহ অজ্ঞাত ৮০ জনের নামে মামলা 

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীতে রাবনাবাদ পাড়ের মরিচবুনিয়া জেটিঘাটে শ্রমিক সরবরাহ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান অফিসে হামলা, ভাংচুর, তান্ডব ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত ঠিকাদার ও ব্যবসায়ী মো. শাহীন মৃধা কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদারকে প্রধান আসামী করা হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সুমন গাজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আতিকুল ইসলাম দিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া লিয়নসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, আসামীরা বেআইনী জনতাবদ্ধে মামলার বাদী মো. শাহীন মৃধাকে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর কাটা জখম করে। এ ছাড়া অগ্নিসংযোগ, ক্ষতিসাধন, প্রাণনাশের হমকি দিয়েছে। আসামীরা বাদির স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন মালামাল ধংস করে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি করেছে। 

শাহীন মৃধা ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। সে লোন্দা গ্রামে নির্মিত আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) নামে নতুন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সরবরাহ এবং বিভিন্ন ধরণের মালামাল সরবরাহ করার কাজের সাথে জড়িত রয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় প্রায় শতাধিক মোটরসাইকেলে একদল যুবক ধানখালীর মরিচবুনিয়া এলাকায় যায়। এখানে স্থানীয় বাসিন্দা শাহীন মৃধার শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়, তাঁর বসবাস করার একটি ঘর ও শ্রমিকদের বসবাসের ছাউনী রয়েছে। আসামিরা শাহীন মৃধার আবাসঘর, শ্রমিকদের বসবাসের ছাউনী এবং তাঁর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। যুবকদের কয়েকজন শাহীন মৃধাকে তাঁর ঘরের মধ্যে আটকে তালাবদ্ধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। তিনি প্রাণপণ চেষ্টা করে ঘরের কোনের একটি টিন খুলে বের হয়ে আত্মরক্ষা করেন। তবে এখানকার বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের মধ্যে থাকা দুটি এসি, টিভি, ১০টি সিসি ক্যামেরা, দুটি ফ্রিজ, খাট, তিনটি সোফাসেটসহ আসবাবপত্র এবং মালামাল টানার ডাম ট্রাক পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় পুরো এলাকায় ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়।
এ ঘটনার জন্য শাহীন মৃধা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদারকে দায়ী করেছেন। এ সময় হামলাকারীদের রামদার কোপে স্থানীয় বাসিন্দা দোলন মৃধা (৩৫), মিরাজ হোসেন (৩৭) এবং শাহীন মৃধার গাড়ির চালক রানা (৩২) আহত হয়েছে। তাঁরা পাশের উপজেলা আমতলীতে গিয়ে চিকিৎসা নিয়েছে।

এদিকে শাহীন মৃধা অভিযোগ করে বলেন, এলাকায় তাঁর নিরাপত্তা না থাকায় বরিশালে গিয়ে সে নিরাপদ আশ্রয় নিয়েছেন। সন্ত্রাসী চক্রের লোকেরা তাঁর ওপর হামলাও করেছে। এতে সে অসুস্থ হয়ে পড়েছেন। এখন সে বরিশালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, মামলা করার কারণে আসামীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এমনকি তাঁকে জীবন নাশের হুমকিও দিয়েছে। 
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নোভা

×