ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

ক্যারিয়ারে সফল হবেন কিভাবে ? 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:২৪, ১৪ নভেম্বর ২০২৪

ক্যারিয়ারে সফল হবেন কিভাবে  ? 

 জীবনে অথবা কর্মক্ষেত্রে তারাই এগিয়ে থাকে যারা  নিজের পরিশ্রম ও ব্যক্তিত্ব দিয়ে অন্যদের কাছে হয়ে ওঠেন অনুকরণীয়। সফলতার পেছনে থাকে অনেক ব্যার্থতার গল্প। নিজেদের সফল করতে, অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে তাঁরা নিজেদের প্রস্তুত করেন দৃঢ়ভাবে। তারা কেউ ই সহজ পথে হাটেন না ,আয়ত্ব করেন বিশেষ কিছু কৌশল- চলুন জেনে নেয়া যাক কিভাবে নিজেকে এগিয়ে রাখবেন ।

১. ক্যারিয়ার গোল সেট করুন:
ক্যারিয়ারে ভালো করতে অবশ্যই আগে নিজেকে জানতে হবে। কি করতে চান , কোন এরিয়াতে আপনি ভালো করতে পরেবেন তা ধরে আগান।  লক্ষ্যগুলো শনাক্ত করতে কিছু সময় এবং প্রচেষ্টা লাগলেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

 ২.জীবনবৃত্তান্ত তৈরি:
সুযোগ সব জায়গায় আছে, তাই নিজেকে সব সময় একটি উন্নত মানের জীবনবৃত্তান্তের সঙ্গে প্রস্তুত রাখতে হবে। জীবনবৃত্তান্ত মূলত আপনার বলার উপায় ‘আপনি আসলে কোন বিষয়ে দক্ষ, কী করতে ভালোবাসেন, আপনার দক্ষতা দিয়ে কীভাবে প্রতিষ্ঠানকে সাহায্য করতে পারেন’

 ৩.দীর্ঘমেয়াদি পেশা বেছে নিন: 
 আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনি আপনার জীবনকে মানিয়ে নিতে পারেন। এতে আপনি অনেক সুবিধাও পাবেন। নিজের সম্পর্কে যা জানেন, সেই অনুসারে যদি দীর্ঘমেয়াদি পেশা বেছে নেন,  তাহলে আপনি  আপনার অভ্যন্তরীণ চিন্তাভাবনা,শক্তি,আকাঙ্ক্ষা এবং অসুবিধাগুলো সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন।

৪. দায়িত্ববোধ বৃদ্ধি: 
সফল পেশাদারদের সঙ্গে অন্যদের মূল পার্থক্য দায়িত্ববোধের জায়গায়। অনেক সময় এমন হয় কোনো একটি বিষয় সম্পর্কে আপনি জানেন, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োগ করতে পারেন না। ফলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যখনই এমন কিছু ঘটবে, তখন তা আপনাকে মেনে নিতে হবে। আপনার সব কর্মের জন্য দায়বদ্ধতা গ্রহণ করতে হবে। ভুলের জন্য কাউকে দোষারোপ করা যাবে না। 

৫.সর্বদা নিজের মান বাড়ানো:
 যদি আপনার মান উচ্চ হয়, তবে আপনি যা করতে পারবেন তার চেয়ে কম নিয়ে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না। উচ্চমানসম্পন্ন লোকেরা সাধারণের তুলনায় বেশি সফল হয়। তাই সব সময় নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করুন। মানুষ তাঁর চিন্তাভাবনা, বিশ্বাস ও আচরণ দ্বারা প্রভাবিত হয়, সফলতা আসবেই।বিভিন্ন ধরনের ট্রেনিং করে নিতে পারেন যা আপনাকে ক্যারিয়ারে এগিয়ে রাখবে।

 ৬.ভুল থেকে শেখা : কর্মজীবনে ভুল ভ্রান্তি হয়ে থাকে, তা থেকে শিখে পরে কাজে লাগাতে হবে। নিজেকে পরিমার্জিত করার মাধ্যমেই আপনি উন্নতি করতে পারবেন।আবেগ এবং কমর্ফোট জোন কে প্রায়োরিটি দিলে কখনোই আগাতে পারবেন না ।

৭. নেটওয়ার্কিং করুন: 
সফল ব্যক্তিরা সর্বদা নেটওয়ার্কিং করেন এবং লাভজনক সম্পর্ক তৈরি করেন। LinkedIn, Twitter ও Facebook-এর মতো সামাজিক মিডিয়া প্রোফাইল তৈরি করুন। যার মাধ্যমে অনেক দক্ষ মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

মূলকথা, একটি সফল ক্যারিয়ার গড়তে সময়, প্রচেষ্টা ও ধৈর্য লাগে। আপনি যদি কিছু অবসর ত্যাগ করে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারেন, তবেই সফলতা ধরা দেবে আপনার হাতে। 

জাফরান

×