ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

৪০ টাকায় চিকেন স্যুপ!

প্রকাশিত: ২৩:৩৬, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ২৩:৪৬, ১০ নভেম্বর ২০২৪

৪০ টাকায় চিকেন স্যুপ!

ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে ফাস্টফুড। আর এসব খাবার যদি মাত্র ৪০ টাকায় পাওয়া যায়,তাও আবার খাবারের জন্য বিখ্যাত পুরান ঢাকা এলাকায়, সেটি হবে ভোজন রসিকদের জন্য সুখবর। 

 

পুরান ঢাকার গেন্ডারিয়া পুলিশ ফাড়ির সামনে  ক্যাশব ব্যানার্জী রোডে ‘কিছুক্ষণ’রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে চিকেন স্যুপ মাত্র ৪০ টাকায়।

অন্যান্য খাবারের মধ্যে রয়েছে ১০ টাকায় চপ,২০ টাকায় কাটলেট,৭০ টাকায় চিকেন ফ্রাই ও ১০০ টাকায় খাসির পায়া।

জানা যায়, সত্তরের দশকে ঢাকার শিল্প সাহিত্যকরা এখানে বসেই আড্ডা দিতেন।ভোজন রসিক হলে আপনিও ঘুওে আসতে পারেন পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী রেস্তোরাঁটিতে।

তাবিব

×