ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ 

আজ বিবাহিত পুরুষের খুশির দিন

প্রকাশিত: ১৯:১০, ২০ এপ্রিল ২০২৪

আজ বিবাহিত পুরুষের খুশির দিন

দিনের শেষভাগে স্বামীকে দিতে পারেন পছন্দের উপহার।

পৃথিবীতে বিভিন্ন দিবস রয়েছে। সেই হিসেবে প্রত্যেক দিনই কোনো না কোনো দিবস রয়েছে। তবে এমন অনেক বিশেষ দিন রয়েছে যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন।

তেমনি একটি দিন আজ। যা শুনলে অনেক বিবাহিত পুরুষ খুশি হতে পারেন। আজ শনিবার (২০ এপ্রিল) ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামীকে প্রশংসা করার দিন।

প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় শনিবার দিনটি পালিত হয়। মূলত স্বামীকে মূল্যায়ন করার ভাবনা থেকেই এই দিবসটি পালন করা হয়। স্বামীর কাজের মূল্যায়নের এই দিবস ঠিক কবে, কোথায় পালন শুরু হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

বিশেষ এই দিনটিতে সমাদর পেতে স্বামীর ভেতর বেশ কিছু গুণ থাকা জরুরি। যেমন- স্বামী অত্যন্ত পরিশ্রমী হবেন, তিনি একজন নিঃস্বার্থ প্রেমিক ও বন্ধু হবেন, স্ত্রীকে খুশি রাখতে পারবেন, হাসাতে পারবেন এবং স্ত্রীর স্বপ্ন পূরণে হবেন যথেষ্ট সহায়ক ও আন্তরিক।

বিশেষ এই দিনটিতে স্বামীকে খুশি করতে দিনের শুরুটা তাকে ফুল দিয়ে করতে পারেন। এরপর তার পছন্দের নানা পদের খাবার রান্না করে তাকে খাওয়াতে পারেন। দিনের শেষভাগে স্বামীকে দিতে পারেন পছন্দের উপহার।

 

এবি

×