ভারতের কলকাতা কেন্দ্রিক সিন্ধুরা অ্যাকাডেমী অব কালচারের ৫ নারী
ভারতের কলকাতা কেন্দ্রিক সিন্ধুরা অ্যাকাডেমী অব কালচারের ৫ নারী সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশের টুঙ্গিপাড়া, পদ্মা সেতু, কবি নজরুল ইসলামের সমাধিস্থল ঘুরে ঢাকাস্থ ডরপ হোম-এ তাদের নিমিত্তে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এতে সিন্ধুরার প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা সোনালী গাঙ্গুলীর নেতৃত্বে মণিদীপা গাঙ্গুলী-সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী দেবনিষ্ঠা জানা, সুমিতা সাহা, অধ্যাপিকা পূবালী ঘোষ, কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল উপস্থিত ছিলেন। একই দিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ও ডরপ বাস্তবায়ন সহযোগিতায় বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার ‘স্বপ্ন মা’ নন্দিতার বাড়িতে ‘মা সংসদে’ অর্থনৈতিক মুক্তি-ধাপের আলাপচারিতায় অংশ নেন। স্বহস্তে মন্তব্যে যা লিখে যান:
‘‘সিন্ধুরা অ্যাকাডেমী অব কালচারের পক্ষ থেকে স্বপ্ন মায়েদের প্রতি এবং তাঁদের সন্তান সন্ততির প্রতি রইল অকুণ্ঠ ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ ৩০/০৮/২০২৩ আমরা এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া স্বপ্ন মা’দের সঙ্গে আলাপে মুগ্ধ এবং আপ্লুত, তাঁদের কর্মকা-কে যিনি প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছেন এএইচএম নোমান তাঁর প্রতি রইল অসীম শ্রদ্ধা। একই সঙ্গে সামাজিক কর্মের সঙ্গে তিনি যে কর্মযোগী হিসেবে মা’দের উন্নয়নের পথ দেখিয়ে চলেছেন তা সারা বিশে^র এক সফল নমুনা হিসেবে ইতিহাস তৈরি করুক এই কামনা রইল।’’
ডরপ হোমে সংবর্ধনার প্রতিক্রিয়ায় টুঙ্গিপাড়ার নন্দিতা ম-ল, ঝর্ণা বিশ^াস, অমিতা সেন, কনিকা ম-লদের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক মুক্তির কর্মকা-ে উচ্ছ্বসিত এক নবধারা সৃষ্টির আন্তরিক প্রতিক্রিয়া বর্ণনা করেন। বাচিক শিল্পী ও ভূগোলের অধ্যাপিকা পূবালী ঘোষ সামগ্রিক পল্লি পর্যায়ে উন্নয়নের সঙ্গে শিক্ষা, বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণের বোধ দেখে শিক্ষণীয় বলে মন্তব্য দেন। অনুষ্ঠানে শিল্পীরা সকলেই নজরুল গীতি পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। ঢাকা থেকেও পূর্বাপর সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে গল্প, গান ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সিন্ধুরা অ্যাকাডেমীর পক্ষ থেকে ডরপের প্রতিষ্ঠাতা ও সিইও মাতৃবন্ধু এএইচএম নোমানকে মাতৃবান্ধব সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে বিবিকেএস ফোরামের নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন স্বাগত ভাষণ ও সভাপতিত্ব করেন। সফল ইভেন্ট সমন্বয় করেন কিউরিয়াস অন লাইন টিভির প্রধান সম্পাদক খান মোহাম্মদ সালেক। সঞ্চালনা করেন ‘বৃহস্পতির আড্ডা’র কবি রোকেয়া ইসলাম।
অপরাজিতা ডেস্ক