
দেশে বর্তমানে আবহাওয়া ও ঋতু রদবদলে বিস্তর ফারাক। আষাঢ় মাসের শুরু আগামীকাল হলেও বর্ষার রূপ দেখে মনে হচ্ছে ঋতু তার নিয়মকে বদলেছে। ইতোমধ্যেই বর্ষার জলধারা বইছে সারা দেশে। কিছুক্ষণের বৃষ্টিতে রাস্তা স্যাঁতসেঁতে হয়ে যায় ও নানা জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরই মধ্যে চলছে অফিস, ব্যবসা ও সকল প্রতিষ্ঠানের কর্মকান্ড। এজন্য যারা বাইরে যাবেন তাদের সঠিক জুতা ও জামা নির্বাচন করতে হবে। একবিংশ শতাব্দীর ফ্যাশন সচেতন নর-নারীরা জুতাকে খুবই প্রাধান্য দেয়। যেহেতু বর্ষকাল তাই জুতার ব্যাপারে হতে হবে আরও যত্নশীল। এমন জুতা পড়া যাবে না যা অনেক সময় ভেজা থাকে বা ভিতরে পানি আটকে থাকে। বর্ষাকালীন কাদা, মাটি, পানি জমে থাকা রাস্তায় জুতা নিয়ে সমস্যায় পড়তে হয় প্রতিদিন। কারণ কাদা লেগে সুন্দর জুতাখানি নষ্ট হওয়ার শতভাগ সম্ভাবনা থেকে যায়! তাই বর্ষাকালের জুতা কেমন হলে ভাল হয় আর কি করে থাকা যায় নিরাপদ ও ফ্যাশনেবল তা নিয়েই আজ আলোচনা করব।
বৃষ্টির সময় জুতা কিনতে গেলে একটু দেখে বুঝে কিনতে হবে। সামনে খোলা ডিজাইন এড়িয়ে চলাই ভাল। কাদা মাটি বৃষ্টির পানি থেকে পায়ে ফাঙ্গাস ও বিভিন্ন স্কিন প্রবলেম হতে পারে। তাই এ সময় পা ঢেকে থাকে এমন জুতা ব্যবহার করাই ভাল।
মার্কেটে কিছু ওয়াটারপ্রুুফ জুতা পাওয়া যায় যেগুলো বিশেষভাবে বর্ষায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এগুলো পানিতে ভিজে না। পানি বা কাদা মাটি লাগলে সহজেই মুছে ফেলা যায়। এ ধরনের জুতাগুলো পাম্প, স্নিকার ডিজাইনের হয়। এছাড়া প্লাসটিকের জুতাগুলাও ভাল হবে এই সময়ে। তবে তা অবশ্যই ভাল দোকান ও কোয়ালিটি দেখে কিনতে হবে। না হলে ছিঁড়ে যেতে পারে। এ ধরনের জুতাগুলোর অনেক ডিজাইন ভ্যারাইটিজ-ও আছে।
আবার আউট অব সোল সবাই জুতার তলা হিসেবে চিনে। বর্ষার সময় প্লেন সোল ব্যবহার না করাই ভাল। কাদা-মাটি সহজে পরিষ্কার হয় না। জিগজ্যাগ সোলগুলো কর্দমাক্ত এবড়োথেবড়ো রাস্তাগুলোতে চলাচলে খুবই কমফরটেবল। মিডিয়াম বা ব্যালেন্স হিলগুলো এই সময়ের জন্য খুবই পারফেক্ট। এই হিলগুলো হাফ ইঞ্চির বেশি হয় না আর আরামদায়ক। তবে খেয়াল রাখতে হবে বর্ষার সময় পেন্সিল হিল, বড় হিল, স্যন্ডেল, চপ্পল- এগুলো ব্যবহার না করাই ভাল। কারণ আমাদের শহরে পানি জমে একাকার হয়ে যায় রাস্তাগুলোতে। কখনো হাঁটু পানি তো কখনও কোমর পানি! পানির জন্য রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে যায়, গর্তের সৃষ্টি হয়। তাই পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে! জুতা অবশ্যই দোকান দেখে বুঝে কিনতে হবে। অনেক সময় জুতা থেকে পায়ে ইনফেকশন বা অন্যান্য সমস্যা হতে পারে। এসব ওয়াটারপ্রুফ জুতাগুলো বাটা, এপেক্স, বে, ক্রিসেন্ট এসব শো-রুম এ পাওয়া যাবে। ভাল কোয়ালিটির জুতা কেনাটা এজন্যই খুব জরুরী। বর্ষা ঋতুতে বৃষ্টির কোন ঠিক-ঠিকানা থাকে না। যখন তখন নেমে আসে। বিশেষ করে ওয়ার্কিং টাইম-এ হলে কর্মজীবীরা প্রায় সবাই সমস্যায় পড়ে। কিছু তথ্য জানা থাকলে প্রতিদিন চলাফেরার জন্য কেমন জুতা সিলেক্ট করতে হবে সে অনুযায়ী তা কিনতে সুবিধা হবে। তাই ঝড়-বৃষ্টি যাই থাকুক না কেন, থাকুন নিরাপদ ও ফ্যাশনেবল।