ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সঙ্গী মিথ্যা বলছে, বুঝবেন যেভাবে 

প্রকাশিত: ০৮:১০, ১ জুলাই ২০২৫

সঙ্গী মিথ্যা বলছে, বুঝবেন যেভাবে 

সঙ্গী মিথ্যা বলছে, বুঝবেন যেভাবে 

সঙ্গী যদি আপনার কাছে মিথ্যা বলে সেটা বোঝা কঠিন নয়। একটু চোখ-কান খোলা রাখলেই সঙ্গী মিথ্যে বলছেন নাকি, সেটা ধরে ফেলতে পারেন। 

লক্ষণগুলো জেনে নেয়া যাক

মুখভঙ্গি

মিথ্যা বলতে গিয়ে অনেকেরই মুখভঙ্গি বদলে যায়। কেউ ঘন ঘন ঠোঁট কামড়ান, কেউ আবার ঠোঁট চেপে ধরেন। অনেকের মতে, এগুলি মিথ্যা বলার লক্ষণ হতে পারে। 

কথা আটকে যাওয়া

মিথ্যা কথা বললে শরীরের নানান হরমোন একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। তাই অনেকে মিথ্যার আশ্রয় নেওয়ার সময় কিংবা মিথ্যা কথা বলার সময় একটু আটকে আটকে যেতে পারেন। তাদের কথায় ফ্লো থাকে না। 

হাতের ভঙ্গি

মিথ্যা কথা বলার সময় হাতের ভঙ্গিও বদলে যেতে পারে। সত্যি বলার সময় হাতের ভঙ্গিতে তেমন কোনও বদল আসে না। মিথ্যা বলার সময় হাতের ভঙ্গি বদলে যায়। কারণ মিথ্যা বললে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাল্পনিক ঘটনা বানাতে হয়। এতে মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাহত হয়। তাই হাতের সঞ্চালনে দেরি হয়।

দৃষ্টিতে বদল

মিথ্যা বলার সময় উল্টোদিকের মানুষটির চোখের দিকে সরাসরি তাকাতে অস্বস্তি বোধ করেন। কারণ যারা মিথ্যা কথা বলেন তাদের আত্মবিশ্বাসের অভাব হয়। তারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।
 

তাসমিম

×