ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যান্সার প্রতিরোধে জরুরি সচেতনতা

প্রতিবছর আক্রান্ত হন ১৫ হাজারের বেশি নারী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৬, ২ জুলাই ২০২২

প্রতিবছর আক্রান্ত হন ১৫ হাজারের বেশি নারী

স্তন ক্যানসার সচেতনতা শীর্ষক আলোচনা সভা

দেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, যাদের বড় একটি অংশ কম বয়সী এজন্য এটি রোধে পরিবার থেকে সচেতনতার কার্যক্রম চালাতে হবে একই সঙ্গে স্কুল-কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে প্রয়োজনে পাঠ্যক্রমে বিষয়টি যুক্ত করতে হবে বলেও মনে করছেন ক্যানসার চিকিৎসক বিশেষজ্ঞরা

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিতস্তন ক্যানসার সচেতনতায় চাই সামাজিক আন্দোলনশীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম গঠন এর উদ্যোগে প্রতিবছর ১০ অক্টোবর বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত হয়ে আসছে গোলাপি সড়ক  শোভাযাত্রা, সচেতনতা ফ্রি স্ক্রিনিংসহ নানা কার্যক্রমের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিবস পালন করা হয় বছর এই দিবস উদযাপিত হবে দশমবারের মতো একযোগে ৬৪ জেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে বলেও ফোরামের পক্ষ থেকে জানানো হয়

ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়

হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, গত বছর ঢাকায় সাড়ে পাঁচশ নারীর স্ক্রিনিং হয়েছে ঢাকার বাইরে অন্তত ৩০টি জেলায় সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে এবার ৬৪টি জেলায় করার ইচ্ছা সরকারি হিসেবে স্তন ক্যানসার সচেতনতা দিবস ঘোষণা করতে হবে সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে জাতীয় কমিটি গঠন করা হবে ক্যানসার চিকিৎসায় সারাদেশের আরও আটটি মেডিকেল কলেজে ব্যবস্থা হয়েছে প্রান্তিক অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ চলছে রোগের বেশির ভাগ রোগীই প্রান্তিকের সচেতনতার অভাবে শেষ সময়ে গিয়ে চিকিৎসা নেন একই সঙ্গে পাঠ্যক্রমে এটির সচেতনতায় যুক্ত করতে হবে তাহলে শুরুতেই সচেতন হলে প্রতিরোধ করতে পারবে

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকসের সভাপতি ডা. হালিদা হানুম আক্তার তিনি বলেন, নারীর কোনো একটি অঙ্গ তার মৃত্যুর কারণ হতে পারে স্তন ক্যানসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা তাই এটি নিয়ে সচেতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে বিশেষ করে নারীকেই সচেতন হতে হবে মা জানলে মেয়ে সুস্থ থাকবে শুধু নারী নয়, পুরুষদেরও বিষয়ে সচেতন করতে হবে তাদের বোঝাতে হবে যে, এই রোগ শুধু নারীর না, ওই পরিবারের জন্য বড় বোঝা ভোগান্তি প্রটেক্টিভ হেলথের ব্যাপারে আমাদের জোর দিতে হবে এজন্য প্রান্তিক পর্যায়ে সচেতন করতে হবে গণমাধ্যম ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ বলেন, স্তন ক্যানসারে এক সময় বছরে ২২ হাজার নারী আক্রান্ত হতো, বিনা চিকিৎসায় মারা যেত ৭০ ভাগ সচেতনতা বাড়াতে বর্তমানে সেটি কমেছে শুরু থেকে আমরা সব ধরনের রোগেরই চিকিৎসা দিতে চেয়েছি সরকারের সহযোগিতায় ৯২ জন নারী চিকিৎসককে সার্জারি চিকিৎসায় নিয়োগ দেয়া হয়েছে এখন জেলা পর্যায়েও স্তন ক্যানসারের চিকিৎসা দেয়া হচ্ছে স্তন ক্যানসারের সার্জিক্যাল অপারেশনের জন্য যেন কাউকে অন্য কোনো দেশে না যেতে হয় সেই চেষ্টা চলছে

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, সারাদেশে প্রাণঘাতী রোগের মধ্যে দুইটি রোগ উল্লেখযোগ্য একটি পুরুষদের ফুসফুস ক্যানসার আর নারীদের স্তন ক্যানসার দেশের সব জেলা সদর হাসপাতালে স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে তবে ছোট বেলা থেকেই যদি ছেলে-মেয়েদের সচেতন করা যায়, তাহলে অনেক বেশি কাজে দেবে

×