ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেছনের পকেটে মানিব্যাগ রাখলে মারাত্মক বিপদের ইঙ্গিত চিকিৎসকদের

প্রকাশিত: ২১:০৪, ২৪ জানুয়ারি ২০২৩

পেছনের পকেটে মানিব্যাগ রাখলে মারাত্মক বিপদের ইঙ্গিত চিকিৎসকদের

প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ

প্যান্টের পেছনের পকেটে অনেকেই মানিব্যাগ রাখেন। পুরুষদের পাশাপাশি আলাদা করে ব্যাগ নেওয়ার ঝক্কি এড়াতে জিন্‌সের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন মেয়েরাও। পুরুষরা যতক্ষণ বাড়ির বাইরে থাকেন, মানিব্যাগটি পেছনের পকেটেই থাকে। এই অভ্যাস নিয়ে আলাদা করে কেউ কিছু ভাবেন না। কিন্তু চিকিৎসকরা এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে বলছেন। কারণ, সাধারণ এই অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।

দিনের পর দিন এইভাবে ব্যাগ রাখলে কোমরে ব্যথা, হাড়ের সমস্যা এবং স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। হাড় এবং স্নায়ুর অসুখ নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা চালিয়ে এমনটাই আশঙ্কা করেছেন গবেষকরা। ‘আমেরিকান ইনস্টিটিউট অফ হেল্‌থ সায়েন্স’-এর গবেষকরা এমনটাই মনে করছেন। ছেলেদের হাড়ের সমস্যা, পায়ে, কোমরে যন্ত্রণার জন্য এই অভ্যাসকেই দায়ী করছেন চিকিৎসকরা।

মানিব্যাগে যে শুধু টাকাপয়সা থাকে, তা তো নয়। এটিএম কার্ড, খুচরো পয়সা, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কাগজপত্র- এগুলির ভারে ভারী হয়ে যায় মানিব্যাগ। সেই ভারী ব্যাগ নিয়েই হাঁটাচলা, ট্রেনে-বাসে যাতায়াত সবার। 

চিকিৎসকরা জানান, প্যান্টের পেছনে যেখানে পকেটটি রয়েছে সেখানেই আসলে সায়াটিক স্নায়ুর অবস্থান। দীর্ঘ সময় এইভাবে ব্যাগ রাখার ফলে সায়াটিক স্নায়ু এবং সংশ্লিষ্ট পেশির উপর প্রবল চাপ পড়ে। ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে। এতেই কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়। পেছনের পকেটে ব্যাগ রেখে দেওয়ায় সায়াটিক নার্ভের নীচে থাকা কোষে চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারও কারও ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে ক্ষয় হয় হাড়েরও। দীর্ঘ দিন এভাবে চলতে থাকলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ারও আশঙ্কা।

 

এমএইচ

×