ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পূজার আয়োজন নিয়ে সাতকাহন

প্রকাশিত: ০১:১২, ৩ অক্টোবর ২০২২

পূজার আয়োজন নিয়ে সাতকাহন

.

জনপ্রিয় দেশীয় পোশাকের ব্র্যান্ড সাতকাহন প্রস্তুত শারদীয় পূজা আয়োজন নিয়ে। দারুণ সব পূজার কালেকশনে সেজেছে তাদের উত্তরা ও বসুন্ধরা সিটির আউলেটগুলো। প্রথম থেকেই দেশীয় মেটেরিয়াল নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। থিমভিত্তিক ডিজাইন করে ইতোমধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় এই পোশাক ব্র্যান্ডটি। এবারের পূজা আয়োজন নিয়ে সাতকাহনের স্বত্বাধিকারী নুরুন্নাহার নীলা জানান, সনাতন ধর্মাবলম্বীদের এই  উৎসবটি ঘিরে আনন্দে মাতে পুরো বাঙালী জাতি। তার ডিজাইনেই সাতকাহনে পাওয়া যাবে শাড়ি ও থ্রি-পিস। গরমের কথা মাথায় রেখে পূজার কালেকশনে থাকছে নরম সুতি ও হাফসিল্কের শাড়ি। ব্লক, স্ক্রিন প্রিন্টের ডিজাইনের পাশাপাশি আছে সুতার কাজ, গ্লাস ডলারের ব্যবহার। আর রয়েছে ক্রেতার চাহিদা অনুযায়ী হ্যান্ডপেইন্টের শাড়ি।
দারুণ সব গয়নার কালেকশনও রয়েছে শাড়ি ও থ্রি-পিসের সঙ্গে মিলিয়ে। দুটি আউটলেটের পাশাপাশি পূজার শপিং করতে পারেন সাতকাহনের অনলাইন পেইজ থেকেও।
আউটলেট ঠিকানা : ২য় তলা, ৫৬, গরিবে নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা।
বসুন্ধরা সিটি শোরুম-শপ-৬৬, লেভেল-৪, ব্লক-ডি, বসুন্ধরা সিটিশপিং কমপ্লেক্স।
অনলাইন ফেইজ বুক পেইজ : > m.me/shatkahonsharee
http://www.shatkahonBd.com/ফোন: ০১৭১৭৪৬৬৮৯৬

 

×