ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন নির্দেশনা জারি

প্রকাশিত: ০৩:৪৭, ১৮ জানুয়ারি ২০২৫

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন নির্দেশনা জারি

ছবি : সংগৃহীত

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে এবং কর্মকর্তাদের মৌলিক ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) পরিচালিত ব্যাংকিং প্রফেশনাল এক্সামের গুরুত্ব অপরিসীম। এই পরীক্ষা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়—জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স (এআইবিবি)।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে:
১. সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে উর্ধ্বতন পদে পদোন্নতির ক্ষেত্রে জেএআইবিবি উত্তীর্ণের জন্য ৫% এবং এআইবিবি উত্তীর্ণের জন্য আরও ৫%, মোট ১০% নম্বর বরাদ্দ থাকবে।
২. ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী এক ধাপের পদোন্নতিতে এ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন।
৩. ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কোনো কর্মকর্তা অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে হলে এ পরীক্ষা বাধ্যতামূলক।
৪. ১৫ বছরের বেশি অভিজ্ঞ সিনিয়র অফিসারদের ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত শিথিল করা হয়েছে।
৫. ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে পদোন্নতিতে জেএআইবিবি ও এআইবিবি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
৬. মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নন এমন কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। তবে পরবর্তীতে মূল কার্যক্রমে পদায়নের আগে তাদের এ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জেএআইবিবি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা এবং এআইবিবি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এটি পাঠানো হয়েছে।

মো. মহিউদ্দিন

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার