নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)
নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)-এর শাখা সম্প্রসারণের লক্ষ্যে নি¤œবর্ণিত পদসমূহে নিয়োগ প্রদান করা হবে।
১. পদের নাম: জোনাল ম্যানেজার। পদ সংখ্য: ৩টি। বেতন (শিক্ষানবিশকালে): ৮০,০০০/- সাকল্যে। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। বয়স: ৪৫ বছর।
২. পদের নাম: এরিয়া ম্যানেজার। পদ সংখ্যা: ৫টি। বেতন (শিক্ষানবিশকালে): ৬০,০০০/। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। বয়স: ৪০ বছর।
৩. পদের নাম: শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা: ১০টি। বেতন (শিক্ষানবিশকালে): ৫০,০০০/। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। বয়স: ৪০ বছর।
৪. পদের নাম: মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩৫ বছর।
৫. পদের নাম: আইটি অফিসর। পদ সংখ্যা: ১টি। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সিএসই)। অভিজ্ঞতা: কম্পিউটার ম্যানেজমেন্ট ইনফরমেশন বিষয়ে ডিপ্লোমা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩৫ বছর।
অভিজ্ঞতা ও দক্ষতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। মাইক্রোসফট অফিস প্যাকেজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে বলা ও লেখায় খুব ভালো দক্ষতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)-এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, সদ্য তোলা ৩ কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্রসহ আবেদন উপ-পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
ঠিকানা: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডাকঘর-নড়িয়া-৮০২০, উপজেলা-নড়িয়া, জেলা- শরীয়তপুর।
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৪।