ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে আজই

প্রকাশিত: ১৫:০০, ৩০ নভেম্বর ২০২৩

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে আজই

ফাইল ফটো

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে আজই। আজ বৃহস্পতিবার সকালে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ নিয়ে কয়েক দফা সভা করেছে। সেখানে এই বিসিএসের পদ সংখ্যা নিয়ে কথা হয়েছে। বিজ্ঞপ্তি আজই আসছে বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সভা সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার ১০০ ক্যাডার পদে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর পরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। 

বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৯২০ জনকে নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্ত ৬৫ জনসহ মোট ৩ হাজার ১০০ জনকে নেওয়ার কথা রয়েছে।

 বিজ্ঞপ্তি প্রকাশের সময় বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে ওই সূত্র।

আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বয়স গণনা শুরু হবে ১ নভেম্বর থেকে। বিসিএসে আবেদনের সময় সঠিক তথ্য নিশ্চিতের ওপর জোর দিয়েছে পিএসসি। 

 এসআর

×