
ছবি: সংগৃহীত।
দীর্ঘদিনের যুদ্ধ, লাখো প্রাণহানি ও এক মানবিক বিপর্যয়ে পরিণত হওয়া ফিলিস্তিন ইস্যুতে এবার ইতিহাস গড়তে যাচ্ছে ফ্রান্স। ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ও শান্তিপ্রয়াসী কণ্ঠ হিসেবে পরিচিত দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স।
২৪ জুলাই এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ম্যাক্রো জানান, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকারের অংশ হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাক্রোর এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। কারণ চলমান গাজা-ইসরাইল যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে ফ্রান্সসহ ২৩টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধের অবসান ও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।
ম্যাক্রো আরও বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবন রক্ষা করা এবং যথাযথ মানবিক সহায়তা পৌঁছানো। পাশাপাশি হামাসকে নিরস্ত্র করা, গাজাকে সুরক্ষিত করা ও গঠনমূলকভাবে পুনর্গঠন করাও জরুরি।”
তিনি জোর দিয়ে বলেন, “ফিলিস্তিনকেও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ, যার কোনো বিকল্প নেই।”
ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসলামপন্থী সংগঠন হামাস। মাহমুদ আব্বাসের পক্ষে হুসেইন আল শেখ বলেন, “এটি আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি ফ্রান্সের সম্মান প্রদর্শনের উদাহরণ।”
হামাস এক বিবৃতিতে একে “নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি” বলে মন্তব্য করেছে এবং ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশগুলোকে ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
তবে ফ্রান্সের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, “এই সিদ্ধান্ত সন্ত্রাসকে পুরস্কৃত করার নামান্তর। গাজা যেভাবে ইরানের হাতের পুতুলে পরিণত হয়েছে, এই স্বীকৃতি নতুন হুমকির ক্ষেত্র তৈরি করবে।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস একে “লজ্জাজনক সিদ্ধান্ত এবং সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ” হিসেবে আখ্যা দিয়েছেন।
নুসরাত