ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

যুদ্ধ-অবরোধে পিষ্ট গাজা, আকাশপথে ত্রাণ পাঠাতে রাজি ইসরায়েল!

প্রকাশিত: ১৮:২৬, ২৫ জুলাই ২০২৫

যুদ্ধ-অবরোধে পিষ্ট গাজা, আকাশপথে ত্রাণ পাঠাতে রাজি ইসরায়েল!

ছবি: সংগৃহীত।

ইসরায়েল আগামী ২৬ জুলাই থেকে গাজায় বিদেশি দেশগুলোকে আকাশপথে প্যারাশুটের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেবে — দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।

তবে এই বিষয়ে রয়টার্সের অনুরোধে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসে ইসরায়েল গাজা উপত্যকার সব রকম সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে অনাহারে ১০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল মে মাসে অবরোধ কিছুটা শিথিল করলেও এখনও কড়া বিধিনিষেধ বলবৎ রেখেছে। তাদের দাবি, এই বিধিনিষেধ militancy বা জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে সাহায্য পৌঁছানো ঠেকানোর জন্য জরুরি।

জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা প্রায় ৫,০০০ শিশুকে চিকিৎসা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বুধবার (২৪ জুলাই) বলেন, “গাজায় সহায়তা প্রবেশে বাধার ফলে সৃষ্ট এই দুর্ভিক্ষ পুরোপুরি মানুষসৃষ্ট। এটি একটি পরিকল্পিত দুর্যোগ।”

 

 

সূত্র: রয়টার্স

মিরাজ খান

×