ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

পুতিন উদ্বোধন করলেন নতুন পারমাণবিক সাবমেরিন

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ জুলাই ২০২৫

পুতিন উদ্বোধন করলেন নতুন পারমাণবিক সাবমেরিন

ছবি: সংগৃহীত

সুন্দর একটি রোদেলা সকাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় গোটা মহল। আর তিনি এলেনও ঠিক সময়মতো, রাজকীয় কায়দায়।

গাড়ি থেকে নামতেই পেলেন শীর্ষ সামরিক কর্মকর্তার স্যালুট। করমর্দনের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়ে পুতিন পা রাখেন লাল কার্পেটে। এরপর সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেন একটি সংক্ষিপ্ত ভাষণ।

আর তারপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

২৪ জুলাই, উত্তর রাশিয়ার সেভেরোডভিনস্ক শহরে প্রেসিডেন্ট পুতিন উদ্বোধন করেন দেশের নতুন একটি পারমাণবিক সাবমেরিন— 'কেজ পোজারিক্স'।

ক্রেমলিন সূত্রে জানা গেছে, ‘কেজ পোজারিক্স’ হলো চতুর্থ প্রজন্মের একটি উন্নতমানের পারমাণবিক সাবমেরিন। এতে রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং টরপেডো অস্ত্রব্যবস্থা, উন্নত নেভিগেশন সিস্টেম, রেডিও-টেকনিক্যাল প্রযুক্তি এবং হাইড্রো-অ্যাক্টিভ অস্ত্র।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ আলেকজান্ডার মাইসেফ, স্টেট কাউন্সিলের সেক্রেটারি অ্যালেক্সি ডিউমিন এবং রাষ্ট্রপতির সহকারী নিকোলে পাত্রসেব।

শেখ ফরিদ

×