ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

প্যালেস্টাইনপন্থী সংগঠন নিষিদ্ধ করে সমালোচনার মুখে ব্রিটেন, জাতিসংঘের নিন্দা!

প্রকাশিত: ১৭:১৯, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৭:২০, ২৫ জুলাই ২০২৫

প্যালেস্টাইনপন্থী সংগঠন নিষিদ্ধ করে সমালোচনার মুখে ব্রিটেন, জাতিসংঘের নিন্দা!

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের মানবাধিকার প্রধান শুক্রবার ব্রিটেনের ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক কর্মী গোষ্ঠীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে “বিপজ্জনক” এবং যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের “বিকৃত” ব্যবহার বলে সমালোচনা করেছেন। তিনি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান — এএফপির খবরে এমনটি বলা হয়েছে।

মানবাধিকার প্রধান ফোলকার টার্ক এক বিবৃতিতে বলেন,
“এই সিদ্ধান্তটি অসামঞ্জস্যপূর্ণ এবং অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। এটি অনেক মানুষের অধিকার সীমিত করছে — যারা ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সঙ্গে যুক্ত কিংবা সহানুভূতিশীল, কিন্তু নিজেরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। বরং তারা মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার প্রয়োগ করেছেন।”

তিনি ব্রিটিশ সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।


সূত্র: দ্যা গার্ডিয়ান

মিরাজ খান

×