ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী!

প্রকাশিত: ২০:৩০, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩০, ২২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী!

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত নয়, তবে ভবিষ্যতে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

সোমবার (২২ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাকচি বলেন, “এই মুহূর্তে নয় — তবে ভবিষ্যতে সম্ভব হতে পারে।”

তিনি আরও বলেন, “সবকিছু নির্ভর করছে এই ব্যাপারে যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম-মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক সম্মান ও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে আলোচনায় প্রস্তুত কি না।”

আরাকচি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের প্রতি একটি অবিশ্বাস রয়েছে, কারণ ২০১৫ সালের পারমাণবিক চুক্তি সফল হয়নি।

“এই কারণেই আমরা সরাসরি যোগাযোগে প্রস্তুত নই। তবে যখন আমরা দেখব সবকিছু সঠিক পথে অগ্রসর হচ্ছে, তখন সবকিছুই সম্ভব হতে পারে,” — যোগ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তির জন্য একাধিক পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ইরানে সামরিক হামলা এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থনের কারণে আলোচনা কার্যত স্থগিত হয়ে গেছে।
 

সূত্র: মিডল ইস্ট মনিটর

মিরাজ খান

×