ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মার্কিন ভিসা নিয়ে ভারতকে যে হুঁশিয়ারি দিল মার্কিন দূতাবাস!

প্রকাশিত: ১৫:১২, ১৫ জুলাই ২০২৫

মার্কিন ভিসা নিয়ে ভারতকে যে হুঁশিয়ারি দিল মার্কিন দূতাবাস!

ছবি:সংগৃহীত

আমেরিকা যাওয়ার স্বপ্ন অনেকের। কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির খোঁজে। তবে মার্কিন ভিসা হাতে পেলেই সব পথ মসৃণ হয়ে গেল—এমনটা ভাবলে ভুল করবেন।

সম্প্রতি, ভারতের মার্কিন দূতাবাস একটি কড়া বার্তা দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, ভিসা ইস্যুর পরেও আবেদনকারীদের উপর নজরদারি চলে। আর যদি কেউ মার্কিন আইন বা ইমিগ্রেশন নিয়ম না মানেন, তাহলে ভিসা বাতিল হতে পারে এবং এমনকি দেশেও ফেরত পাঠানো হতে পারে।

কী বলেছে মার্কিন দূতাবাস?
একটি পোস্টে তারা স্পষ্টভাবে জানিয়েছে—

“ভিসা ইস্যুর পরেও আমাদের যাচাই প্রক্রিয়া থেমে থাকে না। আমরা নিয়মিত খতিয়ে দেখি, আবেদনকারী যুক্তরাষ্ট্রের আইন ও অভিবাসন নিয়ম মেনে চলছেন কি না। কেউ নিয়ম লঙ্ঘন করলে, তাঁর ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে।”

এই বার্তাটি মূলত ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা ইতিমধ্যে গিয়েছেন।

কাদের জন্য এই সতর্কবার্তা?
এই সতর্কতা প্রযোজ্য সকল ভিসাধারীর ক্ষেত্রে। বিশেষ করে যারা:

  • পড়াশোনার জন্য F বা M টাইপ স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন
  • J টাইপ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ
  • কাজের জন্য H-1B বা অন্যান্য ওয়ার্ক ভিসায় যাচ্ছেন
  • ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভাঙা—যেমন অননুমোদিত কাজ করা, কোর্স শেষ না করেই ছেড়ে দেওয়া, বা ভুল তথ্য দিয়ে আবেদন করা—এই সব কিছুই বড় ঝুঁকি।

দূতাবাসের আরও কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:
সোশ্যাল মিডিয়া তথ্য গোপন করা যাবে না। আবেদনপত্রে গত ৫ বছরে যেসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন, তার ইউজারনেম দিতে হবে।

প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখা জরুরি। যাতে আবেদনকারীর পরিচয় যাচাই করা সহজ হয়।

তাহলে কী করবেন?

  • সততার সঙ্গে তথ্য দিন: আবেদন ফর্মে কোনও ভুল বা গোপন তথ্য যেন না থাকে।
  • নিয়মিত আপডেট দিন: কোর্স বা চাকরিতে পরিবর্তন এলে তা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানান।
  • আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন: অবৈধ কাজ বা মেয়াদ শেষে থেকে যাওয়া ভবিষ্যতের জন্য সমস্যা তৈরি করতে পারে।

কেন এত কড়াকড়ি?
সম্প্রতি ভিসা জালিয়াতি, স্টুডেন্ট ভিসার অপব্যবহার, ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকার ঘটনা বাড়ায় আমেরিকা প্রশাসন নজরদারি আরও কড়াকড়ি করেছে।

তারা চায়, যাঁরা সত্যিই পড়াশোনা বা কাজের জন্য আসছেন, তাঁদের সুযোগ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়।

মার্কিন ভিসা পাওয়া মানে দায়িত্বের শুরু। এই সুযোগকে সম্মান করুন, নিয়ম মেনে চলুন—তাহলেই আপনি নিশ্চিন্তে আমেরিকায় নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন।
 

 

মারিয়া

×