
টাকাভর্তি ব্যাগসহ মন্ত্রীর ভিডিও ভাইরাল
ব্যক্তিগত কক্ষে শুয়ে ধূমপান করছেন মন্ত্রী পাশে একটি ব্যাগ। ব্যাগটি নগদ টাকায় ভর্তি বলে সন্দেহ। আয়কর বিভাগের নোটিশের পরদিনই ব্যাগভর্তি টাকাসহ ভারতের মহারাষ্ট্রের মন্ত্রীর এক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিও ছড়িয়ে পড়ার পর মন্ত্রী সঞ্জয় শিরসাট বলেন ২০১৯ থেকে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে তার সম্পদ হঠাৎ বেড়ে যাওয়ায় আয়কর বিভাগ তাকে নোটিশ দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত কক্ষে শুয়ে ধূমপান করছেন মন্ত্রী পাশে একটি ব্যাগ। ব্যাগটি নগদ টাকায় ভর্তি বলে সন্দেহ।
এই ভিডিওটি শিবসেনা গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত সামাজিক মাধ্যমে শেয়ার করেন। শাসক জোটের প্রতি তীব্র আক্রমণ করে তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের জন্য করুণা হয়! আর কতবার তিনি চুপচাপ বসে নিজের সুনাম নষ্ট হতে দেখবেন? অসহায়ত্বের আরেক নাম ফড়নবীস!’
তবে মন্ত্রী সঞ্জয় শিরসাট দাবি করেন, তার বিছানার পাশে থাকা ব্যাগে টাকা নয়, বরং কাপড় ছিল।
তাসমিম