ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে একাই গর্জে উঠলো ইউরোপের যে দেশ!

প্রকাশিত: ১৯:২৮, ১০ জুলাই ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে একাই গর্জে উঠলো ইউরোপের যে দেশ!

ছবি: সংগৃহীত।

গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতা ও গণহত্যার দায়ে ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে দেওয়া এক আবেগঘন ভাষণে বলেন, “ইসরায়েলের কর্মকাণ্ড ২১ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা থাকবে।”

বুধবার (১০ জুলাই) স্প্যানিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে সানচেজ আরও অভিযোগ করেন, “ইউরোপীয় ইউনিয়ন এই ভয়াবহ মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। ইউরোপীয় নীতির ভিত্তিমূলক মূল্যবোধ যদি কেউ পদদলিত করে, তবে সে ইউরোপের অংশীদার হতে পারে না।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, “যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর দায়ে দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু গাজায় করেন, তবে তাকেও ছাড় দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “প্রতিদিন ধ্বংসস্তূপে শিশুদের স্বজন খুঁজে বেড়ানো, তাঁবুতে খাদ্যাভাবে মৃত্যুবরণ—এই দৃশ্যগুলো শুধু আবেগ নয়, বরং ইউরোপের বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।”

ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে সানচেজ বলেন, “ইইউ’র উচিত ছিল এই সংকট মোকাবিলায় শক্ত প্রতিক্রিয়া দেখানো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা দেখা যাচ্ছে না।”

স্পেন এর আগেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করলো দেশটি।

নুসরাত

×