ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ভারত-পাকিস্তান নতুন সংঘর্ষের আশঙ্কা: সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর পাকিস্তানের হুঁশিয়ারি

প্রকাশিত: ১১:৩২, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৪, ১০ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান নতুন সংঘর্ষের আশঙ্কা: সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর পাকিস্তানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ভারত সরকার ২০২৫ সালের জুনে সিন্ধু পানি চুক্তি (IWT) স্থগিত ঘোষণা করার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এপ্রিল মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দিল্লি চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি একে "যুদ্ধ ঘোষণার সমান" বলে হুঁশিয়ারি দেয়। এরপর মে মাসে দু’দেশের মধ্যে চারদিনের ক্ষণস্থায়ী সংঘর্ষ হয়, যা মার্কিন মধ্যস্থতায় থামে। যদিও সাময়িক যুদ্ধবিরতি কার্যকর, কিন্তু কূটনৈতিক ও আইনি লড়াই অব্যাহত।

বিশ্লেষকদের মতে, ভারতের বিদ্যমান অবকাঠামো সম্পূর্ণরূপে পাকিস্তানের নদীজল বন্ধ করার জন্য পর্যাপ্ত নয়, তবে শীতকালে জলপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে পাকিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। চুক্তিটি ছিন্ন হলে পাকিস্তানের জন্য এটি অস্তিত্ব সংকট হয়ে দাঁড়াতে পারে বলে অনেকেই মনে করছেন। দুই দেশের মধ্যে আলোচনার অনুপস্থিতি এবং বিশ্বাসের ভাঙন এই জলবণ্টন সংকটকে সম্ভাব্য সামরিক সংঘাতে রূপ দিতে পারে—যা শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ।

 

শিহাব

আরো পড়ুন  

×