ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিবিসি রিপোর্ট করায় একটা শক্ত প্রামাণ্য ভিত্তি তৈরি হলো জুলাইয়ে যে ১৪০০ মানুষ খুন হয়েছে, এর নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা: আশীফ এন্তাজ রবি

প্রকাশিত: ০০:৫৮, ১০ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৯, ১০ জুলাই ২০২৫

বিবিসি রিপোর্ট করায় একটা শক্ত প্রামাণ্য ভিত্তি তৈরি হলো জুলাইয়ে যে ১৪০০ মানুষ খুন হয়েছে, এর নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা: আশীফ এন্তাজ রবি

বাংলাদেশি ব্লগার আশীফ এন্তাজ রবি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, আমরা সবাই জানতাম। এখন বিবিসি রিপোর্ট করায়, একটা শক্ত প্রামাণ্য ভিত্তি তৈরি হলো। জুলাইয়ে যে ১৪০০ মানুষ খুন হয়েছে, এর নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি মনে করেন, শেখ হাসিনার কোনো বিচার আদৌ হবে? শেখ হাসিনাকে বিচার করার জন্য যে সদিচ্ছা দরকার, সেটা কি আসলেই কারো আছে? এই নিয়ে কি কারো মাথাব্যথা আছে?

দ্বিতীয় কথা, শেখ হাসিনার যে কেস, এই ধরণের বিচারকাজ সম্পন্ন করার দক্ষতা কি আমাদের বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীর আছে? আমার ধারণা, সদিচ্ছা এবং দক্ষতা কোনোটাই আমাদের নেই। তবে অভিযুক্ত শেখ হাসিনার অপরাধ নিয়ে দীর্ঘদিন রাজনীতি করার ক্ষমতা আমাদের আছে। আমাদের চেতনার ফ্যাক্টরি থেকে নতুন প্রোডাক্ট বের হবে। রাজাকার শব্দটির মতো আরেকটি নতুন শব্দ আমাদের সমাজে যোগ হবে। যার নাম, ফ্যাসিবাদের দোসর।

''মুক্তিযুদ্ধের চেতনার'' মতো "জুলাইয়ের চেতনা'' তৈরি ও উৎপাদন অব্যাহত থাকবে। যেভাবে আমরা মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ নিয়ে গত ৫০ বছর রাজনীতি করে এসেছি, একইভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে আগামী অন্তত ৫ বছর তুমুল রাজনীতি হবে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/1GPCjoaV3e/

 
 

রিফাত

×