ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

প্রাচীর টপকে ভরা রাস্তায় সিংহ, অতপর...

প্রকাশিত: ০৮:৩১, ৭ জুলাই ২০২৫; আপডেট: ০৮:৩৫, ৭ জুলাই ২০২৫

প্রাচীর টপকে ভরা রাস্তায় সিংহ, অতপর...

নারী ও শিশুর ওপর সিংহের আক্রমণ

ব্যস্ত রাস্তায় একটি পোষা সিংহ এক মহিলা এবং দুই শিশুকে তাড়া করছে, পাকিস্তানের লাহোরে ঘটনাটি ঘটে। এ সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, সিংহটি দেয়াল লাফিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। বিষয়টি নিশ্চিতও করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে সিংহটি বাড়ির বেড়া টপকে রাস্তায় হাঁটতে থাকা এক মহিলার পিছনে ধাওয়া করছে। এক পর্যায়ে সিংহটি তার পিঠে লাফিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়।

দুই সন্তানের বাবার উদ্ধৃতি দিয়ে পুলিশের প্রতিবেদনে বলা হয়, সিংহটি তার পাঁচ বছর বয়সী এবং সাত বছর বয়সী শিশুদের দিকে তেড়ে যায় এবং হাত ও মুখ চেপে ধরে। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

আরব নিউজের প্রতিবেদন বলছে, এ ঘটনাটিকে প্রত্যক্ষ করছিলেন সিংহটির মালিক ও মালিকের পরিবার। তারা তাদের সিংহের আক্রমণ দেখে আনন্দিত হয়েছিলেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অপারেশনস অফিস জানিয়েছে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সিংহটিকে তাদের সঙ্গে নিয়ে যায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ১১ মাস বয়সী পুরুষ সিংহটিকেও জব্দ করেছে পুলিশ। সেটিকে একটি বন্যপ্রাণী পার্কে পাঠানো হয়েছে।

তাসমিম

×