ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

এবার ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারী গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিলো টিউলিপ!

প্রকাশিত: ১২:২০, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১২:২১, ৭ জুলাই ২০২৫

এবার ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারী গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিলো টিউলিপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পার্লামেন্টে 'প্যালেস্টাইন অ্যাকশন'কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রস্তাব গৃহীত হয়েছে। গত বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩৮৫ জন এমপি, বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৬টি। পক্ষে ভোট দেওয়া এমপিদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।

উল্লেখ্য, 'প্যালেস্টাইন অ্যাকশন' গাজায় ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করে আসছে। গত মাসে সংগঠনটির কয়েকজন সদস্য একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুটি বিমানকে লাল রঙে রাঙিয়ে প্রতিবাদ জানায়। এ ঘটনার পর থেকে তাদের কার্যক্রম নিয়ে সরকারের মধ্যে আলোচনা ও বিতর্ক শুরু হয়।

নিষেধাজ্ঞা কার্যকর হলে, এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বা সমর্থন প্রকাশ করাও যুক্তরাজ্যে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে—যেমনটি সাধারণত আল-কায়েদা বা আইএসের মতো সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হয়।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ এমপি জারা সুলতানা। তিনি বলেন, “একটি স্প্রে ক্যান আর আত্মঘাতী বোমার মধ্যে তুলনা টানা শুধু হাস্যকরই নয়, এটি নৈতিকভাবে ভয়াবহ। এ সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।”

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের প্রধান নির্বাহী সাশা দেশমুখ এই নিষেধাজ্ঞাকে "অতিরিক্ত আইনি ক্ষমতার নজিরবিহীন প্রয়োগ" বলে আখ্যা দেন। তার মতে, সরকারের হাতে এমন ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে যা মতপ্রকাশ দমন, নজরদারি বৃদ্ধি ও নির্বিচারে আটকের পথ উন্মুক্ত করবে।

বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ চলমান রয়েছে। যুক্তরাজ্যেও একাধিক সংগঠন এই ইস্যুতে আন্দোলন করছে, যার মধ্যে অন্যতম 'প্যালেস্টাইন অ্যাকশন'। তবে তাদের প্রতিবাদ কৌশল নিয়ে জনমত বিভক্ত—কেউ তাদের শান্তিপূর্ণ আন্দোলন বলছেন, আবার কেউ আইন লঙ্ঘনের অভিযোগ তুলছেন।

বিশ্লেষকদের মতে, 'প্যালেস্টাইন অ্যাকশন' নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত যুক্তরাজ্যের রাজনৈতিক পরিসরে মতভেদ বাড়াবে এবং গাজা সংকট নিয়ে সরকারের অবস্থান আরও বিতর্কিত হয়ে উঠতে পারে।

শিহাব

×