ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ

‘আমি বাউফলে কোনো রাজনীতি করি না, গোটা বাউফলবাসীই আমার রাজনীতি’

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:০৩, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৭:০৫, ৬ জুলাই ২০২৫

‘আমি বাউফলে কোনো রাজনীতি করি না, গোটা বাউফলবাসীই আমার রাজনীতি’

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ ইসলাম। এছাড়া নিজ নির্বাচনী এলাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি বাউফলে কোনো রাজনীতি করি না, গোটা বাউফলবাসীই আমার রাজনীতি। আমি গোটা বাউফলবাসীকে ভালবাসি।

আজ রোববার (৬ জুলাই) সকাল ১০টা দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা বাউফল উপজেলার ৮ নম্বর মদনপুরা ইউনিয়নের উদ্দ্যেগে কেন্দ্র ও বুথ ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে মধ্যমদনপুরা মসজিদ মাঠে শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যের শুরুর দিকে জুলাই আন্দোলনে শহীদের রূহের মাগফেরাত ও আহতদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। নিজ নির্বাচনী এলাকার নিজ ইউনিয়নের নেতাকর্মীসহ উপস্থিতি সকলের সামনে ছোটবেলার স্মৃতিচারণ ও তার মরহুম বাবার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এসময় রাজনৈতিক কারণে নিজ ইউনিয়ন মদনপুরা ও মদনপুরার মানুষের জন্য যথেষ্ট সময় দেওয়া হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয় না। এজন্য আপনাদের মন খারাপের কোনো বিষয় নাই। আমি আপনাদের সন্তান। আপনাকেই দায়িত্ব নিতে হবে, শিক্ষক, মসজিদের ইমাম, বন্ধুবান্ধব থেকে চাকুরিজীবী সবাইকে।’

‘বাউফলের অন্যান্য এলাকার সকলকে বলবেন, মাসুদ আমাদের সন্তান, কেবল মদনপুরার জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য আমরা মাসুদকে ছেড়ে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে মদনপুরাকে গোটা বাউফল, বাউফলকে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে নিয়ে যাব। আমি আপনাদের চোখের পানির ঋণ ইনশাআল্লাহ পরিশোধ করব।’

তিনি উল্লেখ করেন, ‘এই মদনপুরাতে কোনো প্রোগামে এলে খবর দিতো যে, পুলিশ আসছে আপনারা পালিয়ে যান। আল্লাহ সেই পরিবেশ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এখন সেই পরিবেশ আর নাই। আজকের এই সুন্দর পরিবেশ সেই জুলাই-আগষ্টের শহীদ ও আহতদেরকে স্মরণ করিয়ে দেয়।’

জামায়াত নেতা ড. মাসুদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউকে এমপি বানানোর জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করি, আমরা আহ্বান জানাই, মানুষের তৈরি মতবাদ ৫৩ বছর আমরা দেখেছি আমাদের পরিবর্তন হয় নাই। আমরা এ বছর ভিক্ষুকের মতো আমরা ভিক্ষা করতে চাই, ভিক্ষা চাই, একটাবার আমাদেরকে সুযোগ দেন, আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই।’

ড. মাসুদ বলেন, ‘শেখ হাাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে গোটা বিশ্বকে জানিয়ে গেছে জুলাই আন্দোলনের মুল শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির। কারণ সে জানাত, তার সকল গোয়েন্দা সংস্থা তাকে তথ্য দিয়েছে এই আন্দোলনের সামনে-পিছনে, ডানে-বামে কারা, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। এখনো টেলিভিশনে ফুটেজ পাবেন। অথচ এখনো কোনো কোনো মহল চোখ থাকতে অন্ধ হয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা খুঁজে পায় না।’   

নিজ নির্বাচনী এলাকার বিষয়ে জামায়াত নেতা ড. মাসুদ বলেন, ‘আমি গোটা বাউফলবাসীকে ভালবাসি। আমাদের এই সুন্দর বাউফলকে সাজানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশ কিংবা এই বাউফলের মানুষ আর পরিবারতন্ত্র বাছাই করবে না। বিগত ১৭ বছরে বাউফলের মানুষের থেকে আমরা বিচ্ছিন্ন থাকি নাই। তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করছি। ইসলামের ভিত্তিতে আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ঘুষ-দুর্নীতিমুক্ত বাউফল বিনির্মাণে কাজ করে যাচ্ছি।’

‘আমরা বলেছি কোনো মানুষকে এই বাউফলের এমপি বানাব না। এমপি হবে এই বাউফলের মানুষের একজন খাদেম, একজন সেবক। এবার সততা, নৈতিকতা, দক্ষতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জনগনের পাশে দাঁড়াতে সক্ষম এমন একজন খাদেম হবে বাউফলের এমপি। একজন সেবক হবেন বাউফলের সাড়ে ৪ লক্ষ মানুষের এমপি। আমি আপনাদের পাশে থাকব।’

তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ফসল রক্ষার জন্য আগাছা দমন করতে হয়। এবার আমরা ফসল পাওয়ার জন্য আগাছা দমন করতে হলে আগাছা দমন করেই সাড়ে ৪ লক্ষ মানুষের দ্বারে ফসল পৌঁছে দেব, ইনশাআল্লাহ।’

মাওলানা মো. নুরুল্লাহর সভাপতিত্বে এসময় জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মু. রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর নাজিরপুর ইউনিয়ন শাখার আয়োজনে অনুরূপ একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের।

কামরুজ্জামান বাচ্চু/রাকিব

×