ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

‘লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আপনি আজকে চাকরি করছেন, আমাদেরকে বুলেট মারছেন’, ফিরে দেখা জুলাইয়ের ভাইরাল ভিডিও

প্রকাশিত: ০৪:১৮, ৪ জুলাই ২০২৫; আপডেট: ০৪:১৮, ৪ জুলাই ২০২৫

‘লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আপনি আজকে চাকরি করছেন, আমাদেরকে বুলেট মারছেন’, ফিরে দেখা জুলাইয়ের ভাইরাল ভিডিও

গণঅভ্যুত্থানের সময়ত যখন হাসিনার পুলিশ বাহিনী বৃষ্টির মতো বুলেট ছুড়ছিলো ছাত্রদের দিকে, তখন অনেক মানুষই হতবাক হয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন বিভিন্ন ভিডিও ভাইরাল হয়, সেখানে একজন শিক্ষার্থীর ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি বলেন, লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আপনি আজকে চাকরি করছেন। চাকরি করে আমাদেরকে মারছেন, আমাদের বুলেট মারছেন। আপনার অফিসার বলছে তোমার তো প্রমোশন হবে ভাইয়া, তোমার তো প্রমোশন হবে।

কিন্তু ভাই বলেন, মৃত্যুর আগে আপনার ছেলে যখন আপনাকে বলবে, বাবা তুমি তো গর্বিত পিতা ছিলা না। বাবা তুমি তো একজন খারাপ মানুষ ছিলা। মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোদা তা'আলা তাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। আপনি ভাই প্লিজ ভীত হন। এই পর্যায়ে যাইয়েন না যেখানে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দিবে। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/16bk2eV7Wz/

রিফাত

×