
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলন ছিল না কেবল ক্ষমতার পালাবদলের জন্য। এক ফ্যাসিস্ট সরকারের জায়গায় আরেকটি ফ্যাসিস্ট শাসন কায়েমের জন্য রক্ত ঢালা হয়নি। এই আন্দোলন আমাদের ভয় ভাঙিয়েছে, অধিকার আদায়ের ভাষা শিখিয়েছে।”
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি, কিন্তু দেশ গঠন এখনো অসম্পূর্ণ। আজ গাইবান্ধা থেকে সেই গঠনযাত্রা শুরু হলো। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ, যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলেই নিরাপদে মতপ্রকাশ করতে পারবে, সমান অধিকার ভোগ করবে।”
সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এতে আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, সংগঠক নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, ও কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।
সমাবেশে ফিহাদুর রহমান দিবস বলেন, “গাইবান্ধায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইপিজেড ও শিল্পকারখানা স্থাপন জরুরি। পাশাপাশি গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে দ্রুত জনবল নিয়োগ দিতে হবে।”
এর আগে, সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে তারা সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন। গাইবান্ধা সমাবেশ শেষে তারা সড়কপথে পলাশবাড়ির উদ্দেশে রওনা দেন।
আসিফ