ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইরানের হামলায় কাপড় পরারও সময় পাচ্ছে না ইসরায়েলিরা!

প্রকাশিত: ০৭:৩৬, ১৬ জুন ২০২৫

ইরানের হামলায় কাপড় পরারও সময় পাচ্ছে না ইসরায়েলিরা!

ছ‌বি: সংগৃহীত

ইরানের মিসাইল হামলায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরায়েলিরা। অনেকেই ঘুমের মধ্যেই হামলার শব্দে চমকে উঠছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে, একজন ইসরায়েলি ঘরের ভেতর গভীর ঘুমে ছিলেন। হঠাৎই মিসাইল হামলার শব্দে জেগে উঠে তাড়াহুড়া করে রাস্তায় বেরিয়ে পড়েন।

ভিডিওতে দেখা যায়, তিনি শুধু আন্ডারওয়্যার পরে ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছেন। ভিডিওটি ‘এক্স’-এ শেয়ার করেছেন পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক হামিদ মীর। ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, “ওহ! দিস ইজ ভেরি আনফরচুনেটলি।”

ইরান এখন ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ধারাবাহিক মিসাইল হামলা চালাচ্ছে। রবিবার ভোর রাতেও কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি সামনে নতুন কোনো ধাপ নিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

অন্যদিকে, ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে— ইরান যদি হামলা বন্ধ না করে, তবে তেহরান শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।

এই অস্থির পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে এখন আতঙ্ক আর অনিশ্চয়তা। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন, এমনকি কারও কারও কাছে কাপড় পরারও সময় থাকছে না।

ভিডিও দেখুন: https://youtu.be/cohG3MWx3b0?si=ukcF2QCVyrCtLl5H

এম.কে.

×