
ছবি আলজাজিরা
গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠেছে। তেলআবিবসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছেন জিম্মিদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ। তারা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী করছেন।
আল জাজিরার জর্ডান থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর থেকে সম্প্রচার নিষিদ্ধ থাকায় তারা প্রতিবেশী দেশ থেকে খবর সংগ্রহ করছে।
বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু সরকার জিম্মি মুক্তির সম্ভাব্য চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে না। শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে তারা বলেন, “আমরা শুধু ইসরায়েলিদের নয়, বিশ্ববাসীকেও জানাতে চাই—আমাদের স্বজনেরা কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।”
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বর্তমানে হামাসের হাতে থাকা ৫৮ জন জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাকি ৩৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি “নিজের রাজনৈতিক স্বার্থে” যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং মানুষের জীবন নিয়ে খেলছেন।
তেলআবিবের এক বিক্ষোভকারীর কথায়, “প্রধানমন্ত্রী যদি সত্যিই দেশের মানুষের নিরাপত্তা ও মানবিকতা নিয়ে ভাবতেন, তবে এতদিনে চুক্তি হতো। যুদ্ধ নয়, শান্তিই হতে পারত সমাধান।”
উল্লেখ্য, গাজা যুদ্ধ চলমান থাকায় জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় যুদ্ধের অবসান ও দ্রুত শান্তিচুক্তির দাবি তুলেই রাস্তায় নেমেছেন ইসরায়েলিরা—যা অভ্যন্তরীণ চাপ তৈরি করছে নেতানিয়াহুর সরকারের ওপর।
বিশ্লেষকরা বলছেন, এই জনরোষ যদি আরও বিস্তৃত হয়, তাহলে যুদ্ধ অবসানের জন্য রাজনৈতিক সমাধানের পথ তৈরি হতে পারে। তবে সরকার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
এসএফ