ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলের সঙ্গে কোন দেশের বাণিজ্য সবচেয়ে বেশি? কারা কী কিনছে, কী বিক্রি করছে?

প্রকাশিত: ০৯:৫২, ২৩ মে ২০২৫; আপডেট: ০৯:৫৩, ২৩ মে ২০২৫

ইসরায়েলের সঙ্গে কোন দেশের বাণিজ্য সবচেয়ে বেশি? কারা কী কিনছে, কী বিক্রি করছে?

ছবি: সংগৃহীত

২০২৪ সালে ইসরায়েল বিশ্ববাণিজ্যে অংশ নিয়েছে প্রায় ৯১.৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি এবং ৬১.৭ বিলিয়ন ডলার রপ্তানির মাধ্যমে। তবে গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে এখন পশ্চিমা দেশগুলো একের পর এক বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার পথে হাঁটছে।

সর্বশেষ মঙ্গলবার (২০ মে) ব্রিটেন ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি আপগ্রেডের আলোচনা স্থগিত করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে বলেন, ইসরায়েল যখন গাজায় ‘চরম নীতিমালা’ অনুসরণ করছে এবং অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, তখন তাদের সঙ্গে উন্নততর বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া অগ্রহণযোগ্য।

এর আগের দিনই যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা হুঁশিয়ারি দেয়, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে এবং গাজায় ত্রাণ প্রবেশে বাধা না তুলে নেয়, তবে তারা ‘কঠোর পদক্ষেপ’ নেবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বলে জানান ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস।

ইসরায়েল-ব্রিটেন বাণিজ্যের চিত্র কেমন?

২০২২ সালে যুক্তরাজ্য ও ইসরায়েল আধুনিক মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য ছিল ইসরায়েলের ১১তম বৃহত্তম আমদানিকারক দেশ, যেখানে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে প্রায় ১.৯৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে।

মূল পণ্য: বিমান ইঞ্জিনসহ যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী, ওষুধ ও যানবাহন।

আবার ইসরায়েল থেকে যুক্তরাজ্যে প্রায় ১.৫৭ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে, যার মধ্যে প্রধান ছিল হীরার গয়না, রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য।

ইসরায়েলের শীর্ষ আমদানি ও রপ্তানি পণ্য কী কী?

আমদানিকৃত পণ্য (মোট $৯১.৫ বিলিয়ন):

ইলেকট্রনিক ও যান্ত্রিক যন্ত্রপাতি – $১৯ বিলিয়ন

যানবাহন – $১০ বিলিয়ন

ওষুধসহ রাসায়নিক দ্রব্য – $৮ বিলিয়ন

খনিজ পদার্থ (পেট্রোলিয়াম, কয়লা ইত্যাদি) – $৭ বিলিয়ন

হীরা ও অলঙ্কার – $৪ বিলিয়ন

রপ্তানিকৃত পণ্য (মোট $৬১.৭ বিলিয়ন):

ইলেকট্রনিক যন্ত্রপাতি – $১৮ বিলিয়ন

ওষুধসহ রাসায়নিক দ্রব্য – $১০ বিলিয়ন

পালিশ করা হীরাসহ অলঙ্কার – $৯ বিলিয়ন

চিকিৎসা ও অপটিক্যাল যন্ত্র – $৭ বিলিয়ন

খনিজ পদার্থ – $৫ বিলিয়ন

ইসরায়েলের রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ইলেকট্রনিক খাতবিশেষ করে Intel, Elbit Systems ও Orbotech এর মতো প্রতিষ্ঠানগুলো। ওষুধ রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে Teva Pharmaceuticals। আর হীরা প্রক্রিয়াজাত ও রপ্তানিতে বিশ্বসেরা অবস্থানে রয়েছে ইসরায়েল।

কে কত কিনছে?

২০২৪ সালে ইসরায়েলের রপ্তানি ৬১.৭ বিলিয়ন ডলার, যার মধ্যে:

যুক্তরাষ্ট্র কিনেছে $১৭.৩ বিলিয়ন — হীরা, ইলেকট্রনিকস ও রাসায়নিক পণ্য

আয়ারল্যান্ড কিনেছে $৩.২ বিলিয়ন — বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিট ও মাইক্রোচিপ

চীন কিনেছে $২.৮ বিলিয়ন — অপটিক্যাল যন্ত্র, ইলেকট্রনিকস ও কেমিক্যাল

হংকং কিনেছে $২ বিলিয়ন

চীন ও হংকং একত্রে ধরলে, চীন হয়ে দাঁড়ায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার।

কে ইসরায়েলকে সবচেয়ে বেশি বিক্রি করছে?

২০২৪ সালে ইসরায়েলের আমদানি ছিল ৯১.৫ বিলিয়ন ডলার। প্রধান রপ্তানিকারক:

চীন – $১৯ বিলিয়ন (ইলেকট্রিক যান, মোবাইল, কম্পিউটার ও ধাতু)

যুক্তরাষ্ট্র – $৯.৪ বিলিয়ন (অস্ত্র, হীরা, ইলেকট্রনিকস ও কেমিক্যাল)

জার্মানি – $৫.৬ বিলিয়ন (যানবাহন, ওষুধ, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য)

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়, যার অনেকটাই ফেরত আসে মার্কিন অস্ত্র নির্মাতাদের হাতে।

 

সূত্র: আল জাজিরা।

রাকিব

×