ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সঙ্গীত জগতে শোক: বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ড্যানিয়েল উইলিয়ামস

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ মে ২০২৫

সঙ্গীত জগতে শোক: বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ড্যানিয়েল উইলিয়ামস

ছবি: সংগৃহীত

ড্যানিয়েল উইলিয়ামস, ক্রিশ্চিয়ান মেটাল ব্যান্ড ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র প্রাক্তন ড্রামার, সান দিয়াগোতে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ছিলেন ৩৯ বছর বয়সী।

উইলিয়ামসের পরিবার টিএমজেডিকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তারা জানত উইলিয়ামস বিমানটিতে ছিলেন এবং দুর্ঘটনায় কোনো যাত্রী বেঁচে নেই।

সরকারি সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় অন্তত দুই জন নিহত হয়েছেন, যদিও সেসনা ৫৫০ জেটটিতে ছয়জন যাত্রী ছিলেন। অন্য একজন নিহত ব্যক্তি হচ্ছেন সাউন্ড ট্যালেন্ট গ্রুপ মিউজিক এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা ডেভ শাপিরো।

উইলিয়ামস বুধবার রাতের তিনটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন। প্রথমটিতে দেখা যায় একটি বিমানের ছবি যার টেইল নম্বর N666DS — একই বিমান যেটি বৃহস্পতিবার সকালে বিধ্বস্ত হয়েছিল। পোস্টে লেখা ছিল, “@davevelocity’র সঙ্গে ফিরছি,” যা শাপিরোর ইনস্টাগ্রাম হ্যান্ডেল।

দ্বিতীয় ও তৃতীয় পোস্ট দুটি কো-পাইলটের আসন থেকে নেওয়া হয়েছে। উইলিয়ামসের পরিবার টিএমজেডিকে জানিয়েছে, তিনি কেবল মজা করছিলেন এবং তার কোনো পাইলট লাইসেন্স ছিল না।

তবে শাপিরোর পাইলট লাইসেন্স ছিল এবং তিনি বিমানের মালিক হিসেবে তালিকাভুক্ত, যদিও স্পষ্ট নয় তিনি বিমানে ছিলেন কিনা।

উইলিয়ামস ছিলেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ব্যান্ডের মূল সদস্য, যা ২০০৫ সালে ওহিওর ডেটনে গঠিত হয়েছিল। তিনি ব্যান্ডের প্রথম পাঁচটি স্টুডিও অ্যালবামে পারফর্ম করেছিলেন এবং ২০১৬ সালে ব্যান্ড থেকে বেরিয়ে যান।

উইলিয়ামসের মৃত্যুতে বৃহস্পতিবার ব্যান্ড ইনস্টাগ্রামে লিখেছে, “আমরা তোমার কাছে সবকিছুর জন্য ঋণী। চিরকাল ভালোবাসবো।”

এএইচএ

×