
ছবি: সংগৃহীত
বিশ্ব প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট সাময়িকভাবে এমন ইমেইল ব্লক করছে যাতে ‘প্যালেস্টাইন’, ‘গাজা’ ও ‘গণহত্যা’ শব্দগুলো ব্যবহৃত হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সংবাদমাধ্যম The Verge।
এই নিষেধাজ্ঞার খবর প্রথম ফাঁস করে ‘নো আজুড় ফর অ্যাপারথেইড’ (NOAA) নামের একটি কর্মী সংগঠন। তারা জানায়, মাইক্রোসফটের কর্মীরা ইমেইলে এই শব্দগুলো ব্যবহারের চেষ্টা করলে তা পাঠানো যাচ্ছিল না। বিষয় লাইনে বা মূল বার্তার অংশে এই শব্দগুলো থাকলেই ইমেইল পাঠানো বন্ধ হয়ে যায়।
মাইক্রোসফটের একজন মুখপাত্র The Verge-কে জানান, সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার কর্মী রাজনৈতিক ইস্যুতে পরস্পরকে ইমেইল পাঠাতে থাকেন, যা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী।
ঘটনার সূত্রপাত মাইক্রোসফটের বার্ষিক Build Conference উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ থেকে। ওই সম্মেলনে বর্তমান ও প্রাক্তন কর্মীদের দ্বারা একাধিকবার প্রতিবাদ জানানো হয়, এমনকি সিইও সত্য নাদেলার সেশনেও। তাদের দাবি ছিল, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে মাইক্রোসফটের এআই ও ক্লাউড চুক্তি বাতিল করতে হবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ফাঁস হওয়া কিছু নথি অনুযায়ী, মাইক্রোসফটের আজুড় ক্লাউড সার্ভিস ব্যবহৃত হচ্ছে ইসরায়েলি সরকার কর্তৃক ফিলিস্তিনিদের নজরদারিতে এবং ইসরায়েলি বিমান বাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য টার্গেটের ডেটাবেস তৈরি করছে।
তবে এক সপ্তাহ আগে মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের সঙ্গে ক্লাউড ও এআই চুক্তি রাখলেও এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি। বলা যায় যে, তাদের প্রযুক্তি গাজাবাসীদের লক্ষ্য করেই ব্যবহৃত হয়েছে।
সূত্র: দ্য হিন্দু।
রাকিব