
ছবি: সংগৃহীত
ভারতের বিমানঘাঁটিতে হামলার জবাবে এবার সামরিক পাল্টা অভিযানে নেমেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং Inter-Services Public Relations (ISPR) শনিবার ভোরে এক বিবৃতিতে জানায়, এই প্রতিক্রিয়ার নামকরণ করা হয়েছে ‘অপারেশন বুনিয়ান মারসুস’।
সামরিক সূত্রের দাবি, এই অভিযানের অংশ হিসেবে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের উধমপুর শহরের একটি বিমানঘাঁটি এবং পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে অবস্থিত একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই ঘাঁটিগুলো “ধ্বংস” করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াস নামক স্থানে অবস্থিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে।
এই ঘটনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এক ভয়াবহ মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার রাতেই ভারত পাকিস্তানের রাওয়ালপিন্ডি, শোরকোট ও চকওয়ালের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। তার জবাবেই এই পাল্টা অভিযান চালানোর কথা জানাল ইসলামাবাদ।
উল্লেখ্য, কাশ্মীর ইস্যু ঘিরে শুরু হওয়া এই সংঘাত এখন দুই দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় রূপ নিয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
এসএফ